ইনসাইড বাংলাদেশ

গুলিস্তানে বিস্ফোরণ হওয়া ভবনে ফাটল, বন্ধ উদ্ধারকাজ


প্রকাশ: 07/03/2023


Thumbnail

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডের সাততলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

এ দুর্ঘটনায় আহত ৮৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।

এদিকে, বিস্ফোরণের কারণে ভবনটিতে ফাটল ধরায় উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়েছে। ফায়ার সার্ভিস মিডিয়া সেল সন্ধ্যায় এ তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধারকাজ শুরু করে।

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা খুবই মুশকিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার ড. মহিউদ্দিন।

তিনি বলেন, সালফারের গন্ধ বা বিস্ফোরকের গন্ধ ক্লিয়ার বোঝা যায়নি। কোনো ধরনের স্প্লিনটার আমাদের চোখে পড়েনি। আমাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে। ফায়ার সার্ভিসও কাজ করছে।

ভবনটি ধসে পড়েনি উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের এলাকা তছনছ হয়ে গেছে। আমরা খতিয়ে দেখছি এ ঘটনাটি কীভাবে হয়েছে। এখন বিদ্যুৎ নেই। সেসব বিষয় দেখতে হচ্ছে। আশপাশের এলাকা নিরাপত্তা দিতে হচ্ছে।‘ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭