টেক ইনসাইড

বাংলা ভাষার অ্যাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/02/2018


Thumbnail

ভাষার মাস একুশ। এই মাসে যেন ভাষার প্রতি আলাদা এক মমতা দেখা যায় সবার মধ্যেই। বাংলা ভাষাকে আরও বেশি সবার কাছে সহজ আর ব্যবহার উপযোগী করে তুলতে দেশে রয়েছে বিভিন্ন জনপ্রিয় অ্যাপ। এগুলো মূলত ভাষা শেখা, মেসেজ পাঠানো, ভাষা খোঁজার কাজে মূলত ব্যবহার করা হয়। এমনই কিছু অ্যাপের কথা জানব আজ:

রিদমিক কিবোর্ড:
নানান ভাষায় টাইপ করা, অন্তত বাংলা আর ইংরেজি তো নিত্য দিনের প্রয়োজন। ফ্রি এই অ্যপটি দিয়ে বাংলাদেশের মানুষের জন্য বেশ উপকারী। সহজ এবং প্রাঞ্জলভাবে লিখতে পারবেন বাংলা আর ইংরেজি। বাংলা লেখা এবং মেসেজিং এর জন্য এই কিবোর্ড অ্যাপটি বেশ জনপ্রিয়। অ্যাপটি পাওয়া যাবে এই ঠিকানায়: http://bit.ly/29s1JdL

বাংলা ডিকশনারি:
বহুল জনপ্রিয় একটি বাংলা অ্যাপ। এর মাধ্যমে বাংলা এবং ইংরেজি উভয় শব্দই খোঁজা যায়। এছাড়াও শেয়ারিং বিকল্প ব্যবহার করে সরাসরি ইন্টারনেট ব্রাইজার অথবা অন্য অ্যাপ্লিকেশন থেকে শব্দ অনুসন্ধানের সুযোগ আছে এই অ্যাপে। ইন্টারনেট সংযোগ ছাড়াও এই অ্যাপটি ব্যবহার করা যায়। এই অ্যাপে অটোসাজেশনের অপশন আছে তাই সম্পূর্ণ শব্দটি টাইপ করা লাগে না। এই অ্যাপে ভয়েজের মাধ্যমে অনুসন্ধানের অপশন আছে। বাংলা ডিকশনারিতে শব্দের অর্থ জানার পাশাপাশি প্রতিশব্দ এবং বিপরীত শব্দও অনুসন্ধান করা যায়। জনপ্রিয় একটি বাংলা ডিকশনারির ঠিকানা: http://bit.ly/1eQNJDQ

ইজি বাংলা টাইপিং:
এটি একটি খুবই জনপ্রিয় বাংলা লেখার অ্যাপ। এতে অভ্র ফোনেটিক স্টাইল ব্যবহার করে বাংলায় লেখা যায়। এই অ্যাপে কোনো আলাদা কীবোর্ডের ব্যবহার করতে হয় না। এই অ্যাপের সাহায্যে খুব সহজেই যুক্তবর্ণ লেখা যায়। অ্যাপটি পাওয়া যাবে এই ঠিকানায়: http://bit.ly/2EVS9Ah

হাতে খড়ি:
স্মার্টফোন এখন সব বয়সের মানুষের কাছেই খুব জনপ্রিয়। ছোটদের বাংলা বর্ণমালা এবং সংখ্যা শেখানোর একটা সুন্দর অ্যাপ হলো হাতে খড়ি। এই অ্যাপের সাহায্যে যে কেউ সঠিক উচ্চারণসহ সংযুক্ত অক্ষর এবং সংখ্যার সাথে বাংলা বর্ণমালা শিখতে পারে। ছোটরা এই অ্যাপের মাধ্যমে মজার এবং ইন্টারেক্টিভ উপায়ে ভাষা শিখতে পারে। এই অ্যাপে অডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন যুক্ত রয়েছে। অ্যাপটি পাওয়া যাবে এই ঠিকানায়: http://bit.ly/2HwKVkj

সেই বই:
বই প্রেমিকদের কাছে এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ। মূলত এই অ্যাপটি একটি ই-বুক রিডার। আপনি এখানে খুব সহজেই বিনামূল্যে অথবা অর্থের বিনিময়ে যেকোনো বই পড়তে পারেন। তাছাড়া এতে পাঠকদের সুবিধার্থে বিভিন্ন পাঠ উপযোগী ফিচার যুক্ত রয়েছে । বইয়ের যেকোনো জায়গায় বুকমার্ক , নোট এবং হাইলাইট তৈরি করা যায়। নিজের পছন্দ মত ফন্টের আকার , ফন্টের রং , পটভুমির রং এবং উজ্জ্বলতা নিয়ন্ত্রন করা যায়। অ্যাপটি পাওয়া যাবে এই ঠিকানায়: http://bit.ly/2onH5l9

বাংলা লিখি
মোবাইল ফোনে সহজে বাংলা লেখার সুযোগ দেবে ‘বাংলা লিখি’। ফেসবুক, টুইটারেও বাংলা লেখা শেয়ার করা যায় এই অ্যাপ দিয়ে। অ্যাপটি পাওয়া যাবে এই ঠিকানায়: http://bit.ly/2BF46YT


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭