ইনসাইড গ্রাউন্ড

টি-টোয়েন্টিতে মাশরাফিকে ফেরত চায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/02/2018


Thumbnail

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ছিলেন টি-টোয়েন্টির অধিনায়কও। কিন্তু কোনো এক অজানা অভিমানে সময়ের একটু আগেই অবসর নেন ম্যাশ। এরপর থেকেই টি-টোয়েন্টিতে খেই হারায় বাংলাদেশ। এবার দলকে সামনে নিয়ে যেতে আবার সেই মাশরাফিকেই চায় বিসিবি। তাই চলছে অভিমানী মাশরাফির অভিমান ভাঙানো। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন এই কথা জানান। পাপন বলেন, ‘ শ্রীলঙ্কায় আগামী মার্চে অনুষ্ঠিত ‘নিদাহাস’ ট্রফিতেই মাশরাফিকে চাই, আশা করি ও বিষয়টি বিবেচনা করবে।‘

যদিও মাশরাফি আগেই জানিয়েছিলেন টি-টোয়েন্টি তাঁকে টানে না এবং তিনি ফিরতে চান না। কিন্তু এ যে মাশরাফি। যে দেশের জন্য জীবন বাজি রেখে বল হাতে লড়াই করে। সে কি দেশের জন্যে অভিমান ভেঙে অবসর থেকে ফিরবেন না?


তথ্যসূত্রঃ একাত্তর টিভি

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭