ইনসাইড গ্রাউন্ড

ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচকতা চান হাথুরু


প্রকাশ: 09/03/2023


Thumbnail

ওয়ানডে সিরিজ শেষের তিন দিনের মাথায় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ও ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে দুই দলের প্রথম ম্যাচ। সিরিজ শুরুর আগে শেষ মুহুর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে দুই দলই। মাঠের লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটাররা। তবে সিরিজটি টি-টোয়েন্টি হওয়ায় স্বাগতিকদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে সফরকারিরা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে দুই ফরম্যাটেই সাদা বলের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে ইংলিশরা। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্য স্বাগতিকদের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মলনে তেমনটাই জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। সিরিজে ইংল্যান্ডকে ফেভারিট মানলেও দলের কাছ থেকে ইতিবাচক পারফর্ম্যান্সের প্রত্যাশা এই লঙ্কান কোচের। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করার কথা জানিয়েছেন তিনি। যার শুরুটা হচ্ছে এই সিরিজ থেকেই। ক্রিকেটারদের নিয়ে আরো বিশদভাবে কাজ করার প্রয়োজনের কথা বলেছেন হাথুরু। ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন এনে জয়ের অভ্যাস গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ওয়ানডে সিরিজে বোলারদের পারফম্যান্সে খুশি হলেও, ব্যাটসম্যানদের উন্নতির জায়গা রয়েছে বলে মনে করেন তিনি। সেই সাথে টি-টোয়েন্টির চাহিদা অনুযায়ী ব্যাটসম্যানদের বড় শট খেলার দিকেও গুরুত্বারোপ করেন হাথুরু। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ফিল্ডিং নিয়েও তৃপ্তি ঝরেছে তার কণ্ঠে।

এদিকে, সিরিজ শুরু অপেক্ষায় রয়েছে ইংল্যান্ডও। গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের পর প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে ইংলিশরা। সাগরিকার মন্থর উইকেটে স্বাগতিকদের বিপক্ষে পরীক্ষা দিতে প্রস্তুত জশ বাটলারের দল। এই মাঠের উইকেট নিয়েও ধারণা রয়েছে সফরকারিদের। সেসব চ্যালেঞ্জ সামলে নিয়ে ম্যাচে জয় তুলে নিতে চান বলে জানিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭