ইনসাইড গ্রাউন্ড

ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিনের লড়াই শুরু


প্রকাশ: 09/03/2023


Thumbnail

উয়েফা ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিনের লড়াই শুরু হচ্ছে আজ। ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে ইউরোপের বিভিন্ন লিগের বেশ কয়েকটি বড় দল। ঘরের মাঠে ইংলিশ ক্লাব আর্সেনালকে আতিথ্য দেবে পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবন। ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে গানাররা। স্বপ্ন দেখছে দীর্ঘ সময় পর লিগ শিরোপা জেতার। টানা জয়ে আত্নবিশ্বাসও বেড়েছে সাকা-মার্তিনেল্লিদের। ইউরোপের দ্বিতীয় মর্যাদাকর এই টুর্নামেন্টেও সে ধারা ধরে রাখতে চায় আর্সেনাল। ছন্দে আছে স্পোর্টিং লিসবনও। নিজেদের মাঠে খেলা হওয়ায় সেটার সুবিধা কাজে লাগাতে চায় দলটি। তবে গানারদের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে স্বাগতিকদের। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আরেক ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে ফ্রেইবুর্গ। তুরিনের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে জার্মান ক্লাবটির বিপক্ষে জুভরা কাগজে-কলমে ফেভারিট হলেও, মাঠের পারফর্ম্যান্সে খুব বেশি পার্থক্য নেই দুই দলের। নিজ নিজ লিগে সবশেষ ৫ ম্যাচে ৩টি করে জয় পেয়েছে দুই দল। তবে জুভেন্টাসের ১টি করে হার ও ড্রয়ের বিপরীতে কোন হার নেই ফ্রেইবুর্গের। যা জার্মান ক্লাবটিকে বাড়তি আত্নবিশ্বাস যোগাবে।

এদিকে, বার্সেলোনাকে হারিয়ে শেষ ষোল'র টিকিট পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে রিয়াল বেতিসের। ওল্ড ট্রাফোর্ডে প্রতিযোগিতাটির সবশেষ ম্যাচে আরেক স্প্যানিশ ক্লাব বার্সার বিপক্ষে দাপট দেখিয়েছে ম্যানইউ। প্লে অফের প্রথম লেগ ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় লেগে ২-১ গোলে জয়ের পর রাউন্ড অব সিক্সটিনের টিকিট পায় রেড ডেভিলসরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে সবশেষ ১৯ ম্যাচে অপরাজিত এরিক টেন হাগের দল। প্রিমিয়ার লিগে সম্প্রতি লিভারপুলের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও এই ম্যাচ দিয়ে ছন্দে ফিরতে চায় ক্লাবটি। 

দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭