ইনসাইড বাংলাদেশ

স্বাধীনতা পুরস্কার জুটল না তাঁর কপালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/02/2018


Thumbnail

বিতর্কিত ব্যক্তিত্ব শইখ সিরাজের স্বাধীনতা পুরস্কার পাওয়া হলো না। প্রাথমিক তালিকায় নাম থাকলেও গণমাধ্যমে তাঁকে নিয়ে নানা বিতর্কের কারণে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন শাইখ সিরাজ।

স্বাধীনতা পদক প্রদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে কমিটি সাংবাদিকতায় স্বাধীনতা পদক দেওয়ার জন্য শাইখ সিরাজের নাম প্রস্তাব করেছে বলে জানা যায়। এর পরপরই তাঁর বিরুদ্ধে কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বাংলা ইনসাইডার। ‘স্বাধীনতা পদকের জন্য রাজাকার পুত্রের নাম?’ (http://bit.ly/2DLs5nx) শিরোনামের ৩০ জানুয়ারি প্রতিবেদনে বলা হয়, মুক্তিযোদ্ধা সাংবাদিকদের বাদ দিয়ে একজন স্বাধীনতা বিরোধীর সন্তান, অসাংবাদিককে স্বাধীনতা পদক দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

পরে ‘প্লিজ স্বাধীনতা পদককে কলঙ্কিত করবেন না’ (http://bit.ly/2EWcFkh) শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় শাইখ সিরাজের মানব পাচারকারীসহ নানা বিতর্কিত পরিচয়। আর `শাইখ সিরাজের একুশে পদক জালিয়াতি` (http://bit.ly/2okMp8y) শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় শাইখ সিরাজের বহুরূপী পরিচয়। রাজনৈতিক আশ্রয়ের ডিগবাজি স্বভাবের কথা।

শাইখ সিরাজ নিয়ে এত বিতর্কের পর সরকার অর্থমন্ত্রীর কমিটি প্রস্তাবিত নামগুলো নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। অবশেষে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে। পুরস্কার পাচ্ছেন সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ও শহীদ সার্জেন্ট জহরুল হকসহ ১৬ জন।

সম্মাননা পাচ্ছেন প্রয়াত কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম, প্রয়াত এম আব্দুর রহিম, প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম, প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহরুল হক ও আমজাদুল হক। এছাড়া অধ্যাপক ডা. এ কে এমডি আহসান আলী চিকিৎসাবিদ্যায়, অধ্যাপক এ কে আজাদ খান সমাজসেবায়, সেলিনা হোসেন সাহিত্যে এবং ড. মো. আব্দুল মজিদ খাদ্য নিরাপত্তায় এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয় ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র ।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭