ইনসাইড গ্রাউন্ড

সহকারি কোচের পদে আবেদন করেছেন বাবুল


প্রকাশ: 09/03/2023


Thumbnail

বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হয়েছেন চান্দিকা হাথুরুসিংহে। তবে এখনো সহকারি কোচ চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২২ ফেব্রুয়ারি সহকারি কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। সেখানে সহকারি কোচ হিসেবে দেশিয় কাউকে প্রাধান্য দেয়ার কথা জানিয়েছিলো বোর্ড। সে বিজ্ঞপ্তির প্রেক্ষিতে জাতীয় দলের সহকারি কোচ হিসেবে আবেদন করেছেন মিজানুর রহমান বাবুল।

সহকারী কোচের দৌড়ে রাজিন সালেহ, আফতাব আহমেদ, সোহেল ইসলামদের নাম শোনা গেলেও তাদের কেউই এই পদের জন্য আবেদন করেননি। আরেক দেশিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনও আবেদন করেননি। ফলে বাবুলই এই পদে আবেদন করা একমাত্র বাংলাদেশি কোচ।

একটি গণমাধ্যমকে তিনি বলেন, গত ১লা মার্চ আবেদন করেছি। বিসিবি যেহেতু দেশিয় কোচের জন্য সুযোগ রেখেছিলো, তাই আবেদন করেছি। নিজেকে যোগ্য মনে করেছি বিধায় আবেদন করেছি। এসময় বর্তমান কোচ চান্দিকা হাথুরুসিংহের সাথে খন্ডকালীন কাজের অভিজ্ঞতার কথাও জানান তিনি। বলেন, তার সাথে আগে একটা সিরিজে ছিলাম। চট্টগ্রামে প্রাকটিস সেশনগুলোতেও কাজ করেছি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭