ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তানের অন্তবর্তীকালীন কোচ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ


প্রকাশ: 09/03/2023


Thumbnail

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তার সাথে সেই সিরিজের থাকবেন কিছু স্থানীয় সাপোর্ট স্টাফও। এমনটাই জানিয়েছে পাকিস্তানের কিছু গণমাধ্যম।

তাদের প্রতিবেদনে জানানো হয়, এখনও মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এই বিষয়ে এখনো কোন সমাধানে পৌঁছতে পারেনি তারা। আবার খন্ডকালীন সময়ের জন্য মিকি আর্থারকে প্রধান কোচের দ্বায়িত্ব দেয়া নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফলে আপাতত মোহাম্মদ ইউসুফের হাতে দলের দ্বায়িত্ব তুলে দেয়া হতে পারে।

এর আগে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন মোহাম্মদ ইউসুফের। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সময়ে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন সাকলাইন মুশতাকের সঙ্গে কাজ করেছিলেন ইউসুফ। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভেন্যু হিসেবে ঘোষণা করা হয়েছে শারজাহ ও দুবাইকে।

এই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। শারজাহতে ২৫ মার্চ প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। ২৭ মার্চ দ্বিতীয় ও ২৯ মার্চ মাঠে গড়াবে শেষ ম্যাচ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭