ইনসাইড গ্রাউন্ড

মালানকে দ্রুতই ফেরালেন সাকিব


প্রকাশ: 09/03/2023


Thumbnail

পাওয়ার প্লে শেষে টাইগার বোলারদের উপর চওড়া হওয়ার চেষ্টা করেও খুব একটা সফল হতে পারেনি ফিল সল্ট। ইনিংসের দশম ওভারে নাসুম আহমেদের শেষ ওভারে লিটনের হাতে ধরা পড়েন ফিল সল্ট। আউট হওয়ার আগে ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন সল্ট। দশ ওভার শেষে এক উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৮০ রান।

তিনে নামা ডেভিড মালানকে বেশিক্ষণ টিকতে দিলেন না টাইগার অধিনায়ক সাকিব। ইনিংসের ১২তম ওভারে সাকিবের বলে উড়িয়ে মারার চেষ্টা করেন মালান। তবে বাউন্ডারি লাইনে থাকা নাজমুল শান্তকে পার করতে পারেন নি তিনি। ধরে পড়েন শান্তর হাতে। দলীয় ৮৮ রানে ইংল্যান্ড হারায় তাদের দ্বিতীয় উইকেট। আউট হওয়ার আগে ৭ বলে ৩ রান করেন মালান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে ১৩ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১০৬ রান। জস বাটলার ৫৬ ও বেন ডাকেট ৩ রানে ব্যাট করছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭