ইনসাইড গ্রাউন্ড

রনির পরে ফিরে গেলেন লিটন


প্রকাশ: 09/03/2023


Thumbnail

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নামেন টাইগারদের দুই ওপেনার লিটন কুমার দাস ও ৮ বছর পর দলে সুযোগ পাওয়া রনি তালুকদার। ওয়ানডেতে দুইবার স্যাম কারেনকে উইকেট দেওয়া লিটন এবার কারেনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ডাউন দ্য ট্র্যাকে এসে মিড উইকেট অঞ্চল দিয়ে অসাধারণ এক চার দিয়ে শুরু করেন রান।

এরপর কারেনের চতুর্থ বলে চার মারেন রনি তালুকদারও। প্রথম ওভারে ১০ রান নেন দুই ওপেনার। দ্বিতীয়্ ওভারে ক্রিস ওকসের উপর একাই চওড়া আট বছর পর জাতীয় দলে ডাক পাওয়া রনি। দুই চারের সাহায্যে ক্রিস ওকসের ওভারে তুলে নেন ১১ রান। তৃতীয় ওভারে বোলিংয়ে পরিবর্তন আনেন বাটলার। তাতেও কোন কাজে আসেনি। জোফরা আর্চার ও দিয়ে যান ১১ রান।

টাইগারদের উইকেট নিতে মরিয়া হয়ে উঠে বাটলার। চার নম্বর ওভারে নিয়ে আসেন আদিল রশিদকে। ইংল্যান্ডের এ অভিজ্ঞ বোলার এসেই সফল। দলীয় ৩৩ রানে তুলে নেন রনি তালুকদারের উইকেট। বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ১৪ বলে ২১ রানের ইনিংস খেলেন রনি।

রনির বিদায়ের পরের ওভারে ফিরে যান আরেক ওপেনার লিটন কুমার দাস। দলীয় ৪৩ রানে পঞ্চম ওভারে জোফরা আর্চারের বলে আউট হন লিটন। ১০ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরেন ডানহাতি এ ব্যাটার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান । নাজমুল শান্ত ১০ ও শান্তর সমান ১০ রানে ব্যাট করছেন অভিষিক্ত তৌহিদ হৃদয়।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭