ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ


প্রকাশ: 09/03/2023


Thumbnail

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানার এসআই মোঃ মহসীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় গ্রেফতার আসামি আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিফন খলিফা, ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন জয় ও এম সজীবসহ চারজনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের কাজী সোলাইমান গ্রুপ ও চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপ মিছিল বের করে। এসময় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপে পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতরা হলেন, ডিবি পুলিশের এসআই জাকির হোসেন, চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুর রহিম, কনস্টেবল মোজাম্মেল হোসেনসহ ১৫জন। পরে গুরুতর আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুর রহিম জানিয়েছেন, বুধবার রাতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে ঘটনাস্থল থেকে আটকের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

চন্দ্রগঞ্জ থানার (ওসি) মোঃ তহিদুল ইসলাম বলেন, আওয়ামীলীগের দলীয় সংঘর্ষের সময়  পুলিশের দুইজন এসআইসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আসামীদের গ্রেফতার পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭