কালার ইনসাইড

হলিউড সিনেমার বিখ্যাত সব শুটিং স্পট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/02/2018


Thumbnail

জানেন কী, হলিউড ছবির বেশিরভাগ শুটিং হয় কোন কোন জায়গায়? নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচ- জেনে নিন এমনই কিছু অবাক করা ফিল্ম-লোকেশনের খোঁজ:

সেন্ট্রাল পার্ক, নিউ ইয়র্ক: কমপক্ষে ২৩১টি হলিউড ছবির শুটিং হয়েছে সেন্ট্রাল পার্কে। যার মধ্যে রয়েছে বক্স-অফিস হিট ছবি, ‘সুপারম্যান রিটার্নস’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’,‘স্পাইডারম্যান ৩’,‘মেন ইন ব্ল্যাক ২’।

ভেনিস বিচ, ক্যালিফোর্নিয়া: প্রতি বছর লক্ষাধিক মানুষ ছুটি কাটাতে যান ক্যালিফোর্নিয়ার মনোরম ভেনিস সৈকতে। ছবির শুটিংয়ের জন্যও এই সৈকতের কোনও তুলনা হয় না। ‘দ্য বিগ লেবাওস্কি’, ‘হি ইস জাস্ট নট দ্যাট ইনটু ইউ’ ইত্যাদি নানা ছবির শুটিং হয়েছে এই বিচে।

গ্রিনউইচ ভিলেজ, নিউ ইয়র্ক: ম্যানহাটনের পশ্চিম দিকে ছবির মতো সুন্দর জায়গা গ্রিনউইচ ভিলেজ। ‘১৩ গোয়িং অন ৩০’, ‘জুলি অ্যান্ড জুলিয়া’ ছবির শুটিং হয়েছে এখানে।

টাইমস স্কোয়ার, নিউ ইয়র্ক: ব্যস্ত মিডটাউন ম্যানহাটনের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে আইকনিক টাইমস স্কোয়ার। ‘দ্য ডেভিল ওয়েরস প্রাদা’, ‘বার্ন আফটার রিডিং’-সহ একাধিক হিট ছবির শুটিং হয়েছে এখানে।

ইউসিএলএ, ক্যালিফোর্নিয়া: হলিউডের একাধিক হিট ছবির শুটিং হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়। ‘স্ক্রিম ২’, ‘হ্যানকক’ যার মধ্যে অন্যতম।

কোনি আইল্যান্ড, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের সুসজ্জিত দ্বীপ কোনি আইল্যান্ড। ‘ব্রুকলিন’, ‘দ্য আদার গাইস’ ছবির শুটিং হয়েছে এই আইল্যান্ডে।

ক্যানারি ওয়ারফ, লন্ডন: সিটি অব লন্ডনের মতোই অন্যতম বড় বাণিজ্যনগরী ক্যানারি ওয়ারফ। ‘ক্যাসিনো রয়্যাল’, ‘ব্যাটম্যান বিগিনস’-এর মতো হিট হলি ছবির শুটিং হয়েছে এখানে।

বিগ বেয়ার লেক, ক্যালিফোর্নিয়া: ‘সিটি অব অ্যাঞ্জেলস’, ‘ম্যাগনোলিয়া’-র মতো একাধিক হিট ছবির শুটিং হয়েছে বিগ বেয়ার লেকে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭