ইনসাইড পলিটিক্স

‘যারা স্মার্ট বাংলাদেশ চায় না, তাদের অপচেষ্টাকে প্রতিহত করা হবে’


প্রকাশ: 09/03/2023


Thumbnail

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে হারিয়ে দিতে চায়, যারা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ চায় না, যারা আমাদের এই অগ্রযাত্রাকে বাধা দিতে চায়, তাদের অপচেষ্টাকে প্রতিহত করা হবে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা চত্বরে অনুষ্ঠিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আসবেন, সারা ময়মনসিংহ বিভাগের মানুষ উন্মুখ হয়ে আছে। প্রধানমন্ত্রীর ময়মনসিংহ আগমন উপলক্ষে আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক টিমের সার্বিক সহযোগিতায় হাসুমণি'র পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্পের’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দীপু মনি আরও বলেন, ‘রাজনীতি আর সংস্কৃতি হাত ধরে চলে।’

শিল্পীর রং তুলিতে দেশরত্ন শেখ হাসিনার ৪২ বছরের স্বপ্ন সাধনা তুলে ধরা নিয়ে তিনি বলেন, ‘একটি ছবির শক্তি অনেক। সংস্কৃতি অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যায় সমাজ এবং রাষ্ট্রকে। দেশরত্ন শেখ হাসিনার হাতেই অন্ধকার দূর করে দেশ এগিয়ে যাচ্ছে, যাবে।’

এসময় হাসুমণি’র পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি ও একুশে পদক বিজয়ী চিত্রশিল্পী ফরিদা জামান, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাসান আহমেদ খানসহ অন্য শিল্পীরা উপস্থিত ছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭