ইনসাইড বাংলাদেশ

গুলিস্তান বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ২৩


প্রকাশ: 09/03/2023


Thumbnail

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ঘটনায় দগ্ধ ইয়াসিন আরাফাত (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির শরীরে ৫৫ শতাংশ দগ্ধ ছিল।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সমন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো তাকে। শ্বাসনালীসহ তার শরীরে ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

মৃত ইয়াসিনের মামি মমতাজ বেগম জানান, তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বাবার নাম আব্দুল খালেক। বর্তমানে রাজধানীর মগবাজারে মামা মোহাম্মদ আজিম ও মামি মমতাজ বেগমের বাসায় থাকতেন।

নিহতের মা ঝর্ণা বেগম জানান, সিদ্দিকবাজারে বাংলাদেশ স্যানেটারি নামে দোকানটিতে কাজ করতেন ইয়াসিন।

বর্তমানে বার্ন ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন ৮ জন। তাদের মধ্যে মৃধা আজম ও মো. হাসান নামে দুইজন রয়েছেন আইসিইউতে। তবে ৮ জনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এছাড়া সম্রাট নামে একজনের মরদেহ ঘটনার ওই রাতেই ঢাকা মেডিকেল থেকে কোনো পক্রিয়া ছাড়াই নিয়ে যান স্বজনরা। তার নাম জেলা প্রশাসনের খাতায় লিপিবদ্ধ হয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭