ইনসাইড গ্রাউন্ড

অবশেষে ভয়-ডরহীন ক্রিকেটে ফিরল বাংলাদেশ


প্রকাশ: 09/03/2023


Thumbnail

অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে মাঠে নামে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ তা নিয়ে ছিলো সংশয়। কারণ ক্রিকেটের এ ছোট্ট সংস্করনে তেমন সাফল্য নেই টাইগারদের। তবে সব সংশয় দূর করে আজ চট্টগ্রামে তরুণ টাইগারদের থাবায় ক্ষত বিক্ষত হলো ইংলিশরা।

নির্ভীক ক্রিকেট খেলে তারুণ্য নির্ভর বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নেয় জস বাটলারদের কাছ থেকে। এ জয়ে যেনো ভবিষ্যতের বার্তা দিয়ে রাখলো তৌহিদ হৃদয়-নাজমুল শান্তরা। 

আট বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন রনি তালুকদার। লিটনের সাথে ওপেনিংয়ে নামেন ডানহাতি এই ব্যাটার। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেন ৩২ বছর বয়সী রনি। রনির সাবলিল ব্যাটিংয়ে মনেই হয়নি ৮ বছর পর জাতীয় দলে এসেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ১৪ বলে ২১ রানের ইনিংস। বিপিএল-এর নবম আসরে দ্বিতীয় সর্বোচ্চ রানের পুরস্কার সরূপ জাতীয় দলে পুনরায় ডাক পান রনি। তৃতীয় স্থানে থাকা তৌহিদ হৃদয় ওয়ানডে একাদশে সুযোগ না পেলেও আজ ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচে প্রথমবারের মতো লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামেন তিনি। বিপিএলে ওপেনিংয়ে ব্যাট করলেও ইংল্যান্ডের বিপক্ষে নামলেন চার নম্বরে। অভিষেক ম্যাচে বড় ইনিংস না খেলতে পারলেও ১৭ বলে ২৪ রানে সাহসী ক্রিকেট উপহার দিয়েছেন সমর্থকদের।

অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতলেও ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন বাঁহাতি এ ব্যাটার। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নবম আসরে আবারও ব্যাট হাতে আলো ছড়ান শান্ত। ৫১৬ রান করে হন টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক। সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও শান্তর স্ট্রাইকরেট ছিলো না টি-টোয়েন্টি সুলভ।

সাগরিকায় আজ ব্যাট হাতে সমালোচনাকে উড়িয়ে দিলেন নাজমুল শান্ত। মার্ক উড, আদিল রশিদদের একের পর এক বাউন্ডারি মেরে মাত্র ২৯বলে তুলে নিলেন ক্যারিয়ের ৩য় টি-টোয়েন্টি অর্ধশতক। শান্ত-হৃদয় আর রনি তালুকদারের ব্যাটে ভর করেই মূলত জয়ের ভীত গড়ে উঠে বাংলাদেশের। শেষ দিকে সাকিবের ২৪ বলে ৩৪ রানের অসাধারণ ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় টাইগারদের।

একটা সময় টাইগারদের ধীর গতির স্ট্রাইকরেটের জন্য বার বার হতাস হতে হয়েছে সমর্থকদের। তবে শান্ত-হৃদয়দের আগ্রাসী ব্যাটিংয়ে যেনো নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। এমন ধারাবাহিক ক্রিকেট খেললে ক্রিকেটের ছোট্ট এ সংস্করনেও সাফল্য আসবে বাংলাদেশের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭