ইনসাইড গ্রাউন্ড

যেসব সাহসী সিদ্ধান্তের সুফল পেয়েছে বাংলাদেশ


প্রকাশ: 10/03/2023


Thumbnail

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে পারফর্ম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাকিব আল হাসানের দল। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে এমন দাপুটে জয় প্রত্যাশিত ছিলো না। তার ওপর এই সংস্করণে বাংলাদেশ এখনো নিজেদের হারিয়ে খুঁজতে থাকে, সেখানে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ জয়ের চিন্তা করাটা একটু বাড়াবাড়িই। তবে মাঠের খেলায় সে কাজটিই করেছে শান্ত-লিটনরা। তবে এমন ঐতিহাসিক জয়ের পেছনে ভূমিকা রেখেছে কিছু সাহসী সিদ্ধান্ত।

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের হেড কোচের দ্বায়িত্ব নিয়ে প্রথম টি-টোয়েন্টি সিরিজের ডাগআউটে চান্দিকা হাথুরুসিংহে। কড়া হেডমাষ্টার হিসেবে যার সুনাম রয়েছে। সিরিজ শুরুর আগে মাঠে ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচে সেটির ছাপ দেখা গেলো ভালভাবেই। নুরুল হাসান সোহানকে বাদ দেয়া, কিংবা ঘরের মাঠে ৩ পেসার নিয়ে খেলা- টিম ম্যানেজমেন্টের এসব সিদ্ধান্তের প্রভাব পড়েছে ম্যাচের ফলে।

এই ম্যাচে উদ্বোধনী জুটিতে বদল এনেছে টিম ম্যানেজমেন্ট। আট বছর পর দলে ফেরা রনি তালুকদারকে পাঠানো হয় লিটন দাসের সাথে ইনিংসের সূচনা করতে। ম্যাচের প্রথম বল থেকেই বাংলাদেশের পরিকল্পনা স্পষ্ট হয়ে ওঠে। আক্রমণাত্নক ক্রিকেট খেলে প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টায় সফলও হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাটিং অর্ডার বদলে নাজমুল হোসেন শান্তকে খেলানো হয়েছে তিনে। ১৭০ এর উপরে স্ট্রাইকরেটে দারুণ এক ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা।

অভিষিক্ত তৌহিদ হৃদয়ও নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন। আবার ইনিংসের শেষ ৫ ওভারে বোলারদের পারফম্যান্স ছিলো চোখে পড়ার মতো। মারকাটারি ক্রিকেটে অভ্যস্ত ইংলিশরা সে সময় বাউন্ডারি পেয়েছে মাত্র দুটি। শেষের দিকে বোলারদের উপর চড়াও হয় ব্যাটসম্যানরা। ম্যাচের ১৪তম ওভারের মধ্যেই বোলিং এর কোটা শেষ করেছে দুই স্পিনার। নেতিবাচক সম্ভাবনা থাকলেও, সে শঙ্কা উতরে ইতিবাচক ফল নিয়ে এসেছে অধিনায়কের এই সিদ্ধান্ত। প্রথম দিকে খুব একটা সুবিধা করতে না পারলেও, ইনিংসের মধ্যবর্তী সময়ে দুর্দান্ত কামব্যাক করেছে বাংলাদেশের বোলাররা। চাপ সামলে নিজেদের সেরাটা বের করে এনেছেন ক্রিকেটাররা।

ভারত-অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি থাকলেও, টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। এই জয়ে একটি দলীয় মাইলফলকও পূরণ করলো বাংলাদেশ। ২০০৬ সালে নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে ১৪৫তম ম্যাচ খেলতে নেমেছিলো বাংলাদেশ। ইংলিশদের বধ গল্প লিখে নিজেদের ইতিহাসে টি-টোয়েন্টিতে ৫০তম জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সাথে ক্রিকেটের শীর্ষ দলগুলোর বিপক্ষে জয়ের চক্র পূরণেও একটি অপূর্ণতা ঘুচলো বাংলাদেশের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশম প্রতিপক্ষ হিসেবে ইংলিশদের হারালো সাকিব-লিটনরা। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেও শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই জয় বঞ্চিত বাংলাদেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭