ইনসাইড গ্রাউন্ড

ম্যানইউর জয়, আর্সেনালের হোঁচট


প্রকাশ: 10/03/2023


Thumbnail

লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড কি দারুণভাবেই না ঘুরে দাড়ালো। ইংলিশ প্রিমিয়ার লিগে হারের সেই ক্ষত ভুলে ইউরোপা লিগের শেষ ষোলর প্রথম লেগে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা।  লিভারপুলের বিপক্ষে ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বেতিসের মুখোমুখি হয়েছিলো ম্যানইউ। ম্যাচের সষ্ঠ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেয় মার্কাস রাশফোর্ড। তবে ৩২ মিনিটে বেতিসকে সমতায় ফেরান আয়োজ পেরেজ।

তবে বিরতির পর ম্যাচে আধিপত্য দেখিয়েছে রেড ডেভিলসরা। ৫২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে বল পান অ্যান্তোনি। সেটিকে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। ছয় মিনিট পর নিজেই জাল খুঁজে নেন পর্তুগীজ তারকা ফার্নান্দেজ। আর ম্যাচের শেষ দিকে দলের হয়ে চতুর্থ গোলটি আসে ডাচ ফরোয়ার্ড ভাউট ওয়েগহোর্স্টের পা থেকে। এই জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ১৬ মার্চ বেতিসের মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

ম্যানইউর জয়ের রাতে হোঁচট খেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল আর্সেনাল। প্রিমিয়ার লিগের শীর্ষস্থানধারীরা ইউরোপা লিগ শেষ ষোলোর প্রথম লেগ খেলতে গিয়েছিল লিসবনের মাঠে। ২২ মিনিটে উইলিয়াম স্যালিবার গোলে এগিয়ে গেলেও শেষ গনসালো ইনাসিওর গোলে প্রথমার্ধেই সমতা আনে লিসবন। ৫৫ মিনিটে পলিনিও গোল করলে পিছিয়ে পড়ে মিকেল আরতেতার শিষ্যরা। তবে সাত মিনিট পর মোরিতার আত্মঘাতি গোলে সমতায় ফিরলেও ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি গানাররা। ম্যাচ শেষে তাই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এদিকে, আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়ার একমাত্র গোলে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ১-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭