ইনসাইড গ্রাউন্ড

পরপারে কামিন্সের মা


প্রকাশ: 10/03/2023


Thumbnail

মারা গেছেন অস্ট্রেলিয়া টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অসুস্থতা বেড়ে যাওয়ায় ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টা পরই ভারত ত্যাগ করে দেশের বিমান ধরেন কামিন্স। তৃতীয় টেস্টের আগে দলে ফেরার কথা থাকলেও মায়ের পাশে থাকার জন্য অস্ট্রেলিয়ায় থেকে যান কামিন্স। পরে চতুর্থ টেস্টেও কামিন্স দলের সাথে যোগ দেবেন না বলে জানানো হয়। তার পরিবর্তে শেষ দুই টেস্টে দলকে নেতৃত্ব দেন স্টিভেন স্মিথ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামিন্সের মায়ের মৃত্যুর খবর জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের কামিন্সের মায়ের মৃত্যুর সংবাদ দেন অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া প্যাট কামিন্স ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ‘প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্সের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া গভীরভাবে শোকাহত। প্যাট ও তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা আমাদের পক্ষ থেকে সমবেদনা। আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া দল শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবে।’

বোর্ডার গাভাস্কার সিরিজের প্রথম দুই টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। মায়ের অসুস্থতার মধ্যেও দলের জন্য তার নিবেদনের বিষয়টি তুলে ধরেছেন তার সতীর্থরা। এটিকে তার পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তার জায়গা হিসেবে উল্লেখ করেছেন পিটার হ্যান্ডসকম্ব। ২০২০-২১ মৌসুমে ভারত সিরিজের সময় ক্যান্সার আক্রান্ত বাবাকে হারিয়েছিলেন মিচেল স্টার্ক। সতীর্থের মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘তাঁর এখন পরিবারের সঙ্গেই থাকা উচিত। পরিবারকে মানসিক সমর্থন জানানোটাই বেশি জরুরি।’

চলমান আহমেদাবাদ টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে সে সিরিজে কামিন্স দলের সাথে যোগ দেবেন কি না সে বিষয়ে এখনো কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭