ইনসাইড গ্রাউন্ড

ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করলেন মাশরাফি-সাকিবরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2018


Thumbnail

লন্ডনে বাস করা এক বাংলাদেশী ছাত্র জীবিকার জন্য ওয়েটার হিসেবে কাজ করেন একটি রেস্টুরেন্টে। তাঁর সঙ্গে ঘটে যায় গর্বে বুক ফুলে ওঠার মত ঘটনা। দিনটি ছিল অন্যান্য দিনের মতই। সে কাজ করছিলেন, হঠাৎ কয়েকজন লোক ঢুকল রেস্টুরেন্টে। তিনি অর্ডার নিতে গেলেন। অর্ডার নেওয়ার এক ফাঁকে তাঁকে বাংলায় কথা বলতে দেখে একজন তাঁকে জিজ্ঞাসা করলো সে বাংলাদেশি কিনা। উত্তরে হ্যাঁ বলায় লোকটি সেই বাংলাদেশি ছাত্রটিকে দাড়িয়ে স্যালুট দিলেন এবং বললেন, ‘পৃথিবীতে কেউ ভাষার জন্য প্রান দেয়নি। তোমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছো।‘ এই কথাটি শুনে গর্বে বুকটা ভরে গেল। আর গর্ব হবেই বা না কেন? আমরাই যে একমাত্র জাতি যারা ভাষাকে ভালোবাসি নিজের মায়ের মত করে। তাইতো একুশে ফেব্রুয়ারী আমাদের কাছে অনেক মর্যাদার এবং ভালোবাসার।

একুশ মানে স্মৃতি রক্ত ফাগুন দিন, একুশ মানে বুকের মাঝে বাংলা রাখার ঋণ। একুশ মানে মাথা নত না করে জাতীয়তাবোধের চেতনায় শির উঁচু করে দাঁড়ানো। শোক ও শ্রদ্ধার মিশেলে তৈরি এক চেতনার নাম একুশ। তাইতো একুশ এলেই বাঙালি জাতি শাণিত করে নিজস্ব চেতনাবোধ। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের।

সর্বস্তরের মানুষের পাশাপাশি ক্রিকেটাঙ্গনের তারকারাও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের। আর তা অনেকেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকিব, তামিম, রিয়াদ, মুশফিকরা আমাদের গর্বের এই দিনটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন।

মাশরাফি বিন মর্তুজা  

সাকিব আল হাসান

মুশফিকুর রহিম

মাহমুদউল্লাহ রিয়াদ

 তামিম ইকবাল

 


বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭