ইনসাইড গ্রাউন্ড

সাকিবের যে মন্ত্রে ইংল্যান্ডের বিপক্ষে নির্ভার ছিলেন রনি


প্রকাশ: 10/03/2023


Thumbnail

সাগরিকায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নাজমুল শান্তর ফিফটি সাকিবের ফিনিশিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয় পায় বাংলাদেশ। তবে জয়ের সূচনাটা করেন দলের ওপেনার রনি তালুকদার। ইংল্যান্ডের বিপক্ষে রনির সাবলিল ব্যাটিংয়ে মনে হয়নি দীর্ঘ আট বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। খেলেছেন ১৪ বলে ২১ রানের দারুণ এক ইনিংস।

আর অনেকদিন পর দলে ফিরে এমন নির্ভার খেলতে পারার রহস্যটাও জানিয়েছেন রনি।

তিনি বলেছেন, টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান তাকে নির্ভার থেকে খেলতে বলেছিলেন। আর সেই কথা শুনেই রনি স্বাভাবিকভাবে ঠাণ্ডা মাথায় চাপমুক্ত থেকে খেলেছেন।

বছর পর জাতীয় দলে ফেরা নিয়ে রনি বলছেন,  ‘এটা তো একটা স্বপ্ন। প্রতিটা খেলোয়াড়েরই স্বপ্ন। ২০১৫ সালে অভিষেকের পর ক্যারিয়ার লম্বা করতে পারিনি। এরপর ফর্মটা ভালো ছিল না। শেষ বিপিএলটা ভালো হওয়ার পর দল আমাকে সুযোগ দিল। সবাই আমাকে সমর্থন দিচ্ছে। সাকিব ভাই, কোচিং স্টাফ সবাই। এর প্রতিদান দেওয়ার চেষ্টা করছি।

নবম বিপিএল আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া রনি আরও বলেন, ‘ দল আমাকে অনেক সমর্থন করছে। অনুশীলনেই সমর্থন করেছে। এটা সহায়তা করেছে আমাকে। নির্ভার থাকার চেষ্টা করেছি। সাকিব ভাই সেটিই বলেছেন, “নির্ভার থাকলে ভালো কিছুই হবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭