ইনসাইড গ্রাউন্ড

২০২৭ সালের আগে ইংল্যান্ড সফরে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের


প্রকাশ: 10/03/2023


Thumbnail

অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় ক্রিকেটের পরাশক্তির দেশগুলোতে খুব একটা আতিথ্য পায়না বাংলাদেশ। বিশেষ করে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলো থেকে আমন্ত্রণ পায় না লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ২০১০ সালে ইংল্যান্ড সফর করেছিলো সাকিব-তামিমরা। এরপর ইংল্যান্ড বাংলাদেশে এসে খেললেও  থ্রি লায়ন্সদের দেশে আর কখনোই অতিথি হতে পারেনি টিম টাইগাররা।

সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে দাবি করছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। সব ঠিক থাকলেও ২০২৭ সালের আগে কোনো এক সূচিতে লাল-সবুজের দলকে আতিথ্য দিতে পারে ওয়ানডে টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ইংল্যান্ড। দলের সঙ্গে এসেছিলেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসনও। ওয়ানডে সিরিজ চলাকালীন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বোর্ডকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি।

ইংলিশ গণমাধ্যমের দাবি, সেই আলোচনাতেই দুই বোর্ডের মাঝে সিরিজ আয়োজন নিয়ে কথা হয়েছে। সেখানেই ২০২৭ সালের আগে কোনো সময়ে বাংলাদেশকে আতিথ্য দেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, যদিও এখনও সব আলোচনার পর্যায়ে রয়েছে।

মেইল অনলাইন বলছে, ২০২৩ থেকে ২০২৭ সালের মাঝে অস্ট্রেলিয়া ভারত একাধিকবার ইংল্যান্ড সফর করবে। এই সিরিজগুলোর মাঝেই কোনো এক সময়ে বাংলাদেশ সিরিজ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭