ইনসাইড গ্রাউন্ড

নিলামে মার্তিনেজের ফাইনালের গ্লাভস


প্রকাশ: 11/03/2023


Thumbnail

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের যাদের ভূমিকা অন্যতম তাদের একজন এমিলিয়ানো মার্তিনেজ। নেদারল্যান্ডসের বিপক্ষে বীরত্বের পর ফাইনালেও নায়ক হয়ে ওঠেন তিনি। শেষ মুহুর্তে কোলো মুয়ানির শট আটকে দেয়ার পর টাইব্রেকারে জয় এনে দেন দলকে। জেতেন বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরষ্কার গোল্ডেন গ্লাভস। ক্যান্সার আক্রান্তদের সহায়তার জন্য ফাইনালে কীর্তি গড়া মার্তিনেজের সেই গ্লাভসটি উঠেছিলো নিলামে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, লাল-নীল-সাদা রংয়ের সেই গ্লাভস জোড়া নিলামে ৪৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ টাকারও বেশি। নিলাম থেকে প্রাপ্ত এই অর্থ পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যান্সার ওয়ার্ড। দেশটিতে শিশুদের প্রধান হাসপাতাল এটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন। সেখানে বলা হয়, গ্রারাহানের স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিলামটি আয়োজিত হয়েছিল। ইংল্যান্ড থেকে ভিডিও কলে নিলাম অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ।

এসময় তিনি বলেন, বিশ্বকাপের গ্লাভস নিলামে তোলার সুযোগ পেয়ে খুব বেশি ভাবেন নি। ঘরে ঝুঁলে থাকার চেয়ে ক্যান্সার আক্রান্তদের জন্য তা কাজে আসায় ভাল লাগার কথা ব্যক্ত করেন তিনি। নিলামে উঠানোর আগে তাই নিজের অটোগ্রাফও দিয়েছেন মার্তিনেজ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭