ইনসাইড গ্রাউন্ড

নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন


প্রকাশ: 11/03/2023


Thumbnail

অ্যাঙ্কেলের ইনজুরির কারণে মৌসুমের বাকি সময় আর মাঠে নামতে পারবেন না নেইমার, সেটি জানা গিয়েছিলো আগেই। বারবার ফিরে আসা এই চোট থেকে মুক্তি পেতে পিএসজির মেডিকেল বোর্ড ও চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন নেইমারকে। কাতারের রাজধানী দোহার আসপিটার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নেইমারের গোঁড়ালির অস্ত্রোপচার সফলভাবেই শেষ হয়েছে। এখন তাকে যথাযথ বিশ্রাম ও নিয়মাবলী মেনে চলতে হবে।’ ক্র্যাচে ভর করে শুক্রবার আসপিটার হাসপাতালে আসেন ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা। পরে ঘণ্টা খানেকের মধ্যেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।

তবে কবে নাগাদ নেইমার হাসপাতাল ছাড়বেন তা জানায়নি তার ক্লাব পিএসজি কিংবা আসপিটার হাসপাতাল। স্বনামধন্য ব্রিটিশ সার্জন জেমস কালডারের তত্ত্বাবধানে নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কালডার এর আগেও বেশ কয়েকজন ইউরোপীয়ান তারকার চিকিৎসা করেছেন।

গত মাসে লিঁলের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পড়ে চার মাসের জন্য মাঠের চলে গেছেন নেইমার। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি'তে বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর থেকে ইনজুরির সাথে যুদ্ধ করে চলেছেন নেইমার। যদিও ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি সমস্যা ছিলো নেইমারের নিত্য সঙ্গী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭