ইনসাইড গ্রাউন্ড

টাইগাররা কি পারবে ইতিহাস গড়তে?


প্রকাশ: 12/03/2023


Thumbnail

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে ওয়ানডে সিরিজ হারলেও চট্টগ্রামে এসে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছিলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জয়ে যেনো বদলে গেলো পুরো দৃশ্যপট। সাগরিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস তৈরি করেছিলো টাইগাররা। মিরপুরে আজ আরও এক নতুন রেকর্ডের অপেক্ষায় পুরো বাংলাদেশ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি লাল সবুজ প্রতিনিধিদের সামনে।

বাংলার ক্রিকেটের নানা জয়ের সাক্ষী মিরপুরের সবুজ গালিচা। এখানেই নিউজল্যান্ড অস্ট্রেলিয়া কে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতেছিলো সাকিব-লিটনরা। আরও এক সিরিজ জয়ের স্বপ্নে নিয়ে আজ ইংলিশবধে মাঠে নামবে শান্ত-হৃদয়রা।

আজ বিকেল ৩টায় মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে  তৈরি হয়ে যেতে পারে ইতিহাস গড়ার মাহেন্দ্রক্ষণ। চট্টগ্রামে যে আত্মবিশ্বাসের সন্ধান সাকিব আল হাসানরা পেয়েছে, সেটাকে যদি মিরপুরে বয়ে নিয়ে আসতে পারে টাইগাররা, তাহলেই রচিত হবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের সেই বিরল ইতিহাস।

চট্টলায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে থ্রি লায়ন্সদের বিপক্ষে ব্যাটে বলে দুই বিভাগেই দাপুটে ক্রিকেটে দেখিয়েছে বাংলাদেশ। ডেথ ওভারে হাসান মাহমুদ তাসকিনদের অসাধারণ নৈপুণ্যে ইংলিশরা প্রথম ম্যাচে থামতে হয়েছিলো ১৫৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী শুরু দেখিয়েছেন আট বছর পরে জাতীয় দলে ফেরা রনি তালুকদার। জোফরা আর্চার, মার্ক উডদের শুরুর ওভার থেকেই বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়রা যে দৃঢ়তা দেখিয়েছেন এবং সাকিব আল হাসান আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত ফিনিশিং, বাংলাদেশকে এনে দিলো বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম ঐতিহাসিক জয়।

চট্টগ্রামে তরুণ শান্ত-হৃদয়রা যে ভয়ডরহীন ক্রিকেট দেখিয়েছে বিশ্বকে। সে ধারাবাহিকতা আজ মিরপুরের ২২ গজে ফুটে উঠলে হয়ত টাইগার থাবায় ক্ষত বিক্ষত হতে হবে জস বাটলার, মঈন আলিদের। সে সাথে টাইগার ক্রিকেটে যুক্ত হবে নতুন মাত্রা। ক্রিকেটের ছোট্ট এ সংস্করণের দুর্বলতা কাটিয়ে মাঠের লড়াইয়ে চোখে চোখ রেখে প্রতিপক্ষের মোকাবেলা করবে টাইগাররা

দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নেতৃত্বে হয়ত সিরিজ জয়ের সে স্বপ্ন পূরণে  এগিয়ে যাবে বাংলাদেশ। দেশের সমর্থকদের প্রত্যাশা এমনি। ক্রিকেট প্রেমি সমর্থকদের তাই প্রশ্ন জেগেছে, টাইগাররা কি পারবে ইতিহাস গড়তে? 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭