ইনসাইড বাংলাদেশ

‘বিএনপির আইনজীবীরা এতটা বেকুব আগে জানতাম না ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2018


Thumbnail

দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া রায়ের সার্টিফাই কপি পেতে বিলম্বের জন্য তার আইনজীবীদের দায়ী করেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ড. জাফরুল্লাহ চৌধুরী।

রায়ের পর কপি পেতে আবেদন না করে আইনজীবীরা যে এমন ‘মূর্খতার’ পরিচয় দেবেন, সেটা তিনি ভাবতে পারেননি। রায় নিয়ে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপির আইনজীবিদের মূর্খতা, আমি আশ্চর্য হয়েছি। বিএনপির এতো বড় বড় আইনজীবী আছেন, আমরাও এসব মামলা ফেস করেছি। আইনজীবীরা বলত এক মিনিটও দেরি হয় না যেন। সাজা হলেই বলত, স্যার কাগজটা দেন ওপরের কোর্টে যাব। সঙ্গে সঙ্গে আমরা জেলা কোর্টে যেতাম, বিকালে জামিন হতো। এটা শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যেই আছে। সকালে ম্যাজিস্ট্রেট শাস্তি দিয়েছে, বিকালে জেলা জজ জামিন দিয়েছে।


বাংলা ইনসাইডার/এসএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭