ইনসাইড গ্রাউন্ড

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ


প্রকাশ: 12/03/2023


Thumbnail

ইতিহাস গড়ার অপেক্ষায় আজ মিরপুর শেরে- বাংলা স্টেডিয়ামে বিকেল টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজল্যান্ড অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের সুখকর স্মৃতি রয়েছে টাইগারদের। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় টাইগারদের সামনে এখন সুযোগ থ্রি লায়ন্সদের বিপক্ষেও সিরিজ জয়ের।

সাগরিকা থেকে মিরপুর, ভেন্যু পরিবর্তন হলেও জয়ের ধারা ধরে রাখতে চান শান্ত-লিটনরা। ক্রিকেটের ছোট্ট সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স সাবলীল না হলেও তারা অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজসহ প্রায় সব দেশকে হারানোর নজির রয়েছে। ইংলিশদের বিপক্ষে প্রথম জয়ের এই স্মৃতি আরও স্মরণীয় হয়ে থাকবে, যদি আজ বাংলাদেশ সিরিজ জিততে পারে। 

অবশ্য - ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজের শেষ ম্যাচেও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে টাইগারদের। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের। যদি কোন পরিবর্তন আসে তবে শামীম পাটোয়ারীর জায়গায় দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭