ইনসাইড গ্রাউন্ড

২০ জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি দক্ষিণ আফ্রিকার


প্রকাশ: 12/03/2023


Thumbnail

২০২৩-২৪ মৌসুমের জন্য ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। চুক্তিতে ২০ জন খেলোয়াড়কে রেখছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। যদিও এর আগে ১৬ জন ক্রিকেটারের সঙ্গেই চুক্তিবদ্ধ ছিলো দেশটি। নতুন করে চুক্তিতে জায়গা পেয়েছেন ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, বিয়ন ফোরটান, সিসান্ডা মাগালা রায়ান রিকেলটন।

কোলপ্যাক চুক্তি থেকে ফেরার পর প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন বাঁহাতি বোলিং অলরাউন্ডার ওয়েইন পার্নেল। চুক্তি থেকে বাদ পড়েছেন ইয়ানেমান মালান, আন্দিলে ফেলুকওয়ায়ো।

চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে কুইন্টন ডি কক ডেভিড মিলার খেলেন কেবল ওয়ানডে টি-টোয়েন্টি ক্রিকেট। দুজনেই ২০২২ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ছাড়া জাতীয় দলের হয়ে কেবল টেস্ট খেলেন ডিন এলগার কিগান পিটারসেন। বাকিরা সবাই ঘরোয়া ক্রিকেটে সব সংস্করণেই খেলেন এবং সেই ভিত্তিতেই তারা জাতীয় দলের জন্য বিবেচিত হবেন।

চলতি বছরের শেষে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করা এখনো অনিশ্চিত প্রোটয়াদের। আগামী ৩১ মার্চ এপ্রিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের দুটি ওয়ানডে তারা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে ম্যাচ দুইটি জিততেই হবে তাদের।  

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা: টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ওয়েইন পার্নেল, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭