ইনসাইড গ্রাউন্ড

সাদা পোশাকে তিন বছর পর সেঞ্চুরি কোহলির


প্রকাশ: 12/03/2023


Thumbnail

সাদা বলের ক্রিকেটে রানের খরা কাটলেও সাদা পোশাকের ক্রিকেটে প্রায় সাড়ে তিন বছর ধরে সেঞ্চুরির দেখা পান নি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। অবশেষে আহমেদাবাদে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে দেখা পেলেন ক্যারিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরির।

সবশেষ ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত সে টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। শুধু সেঞ্চুরি নয় টেস্ট ক্রিকেটে অর্ধশতকের দেখা পেতেও কোহলিকে অপেক্ষা করতে হয়েছে ১৪ মাস।

আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে এখনো ব্যাটিং করছে ভারত। অস্ট্রেলিয়ার করা প্রথম ইনিংসে ৪৮০ রানের বিপরীতে ভারতীয়দের সংগ্রহ এখন পর্যন্ত উইকেট হারিয়ে ৪৭৫ রান। বিরাট কোহলি ১৩৮ রান আর অক্ষর প্যাটেল ৩৮ রানে এখনো ব্যাট করছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭