ইনসাইড গ্রাউন্ড

তাসকিনের পর সাকিবের আঘাত


প্রকাশ: 12/03/2023


Thumbnail

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে আসে ইংলিশরা। এদিন সফরকারিদের ব্যাটিং অর্ডারের শুরুতেই পরিবর্তন দেখা যায়। ফিল সল্টের সাথে জশ বাটলারের জায়গায় ইনিংস শুরু করেন ডেভিড মালান। তাসকিন আহমেদের করা প্রথম ওভার থেকে ১০ রান তুলে নেন দুই ব্যাটসম্যান।

অপরপ্রান্ত থেকেও পেস আক্রমণ চালায় বাংলাদেশ। মুস্তাফিজের করা দ্বিতীয় ওভার থেকে আসে ৬ রান। তবে ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মালান। উদ্বোধনী জুটি ভাঙার পাশাপাশি সে ওভারে মাত্র ৫ রান দিয়ে রানরেট কমিয়ে আনেন তাসকিন। মালানের বিদায়ে ক্রিজে আসেন মঈন আলী। ফিল সল্টের সাথে এগিয়ে নিতে থাকেন দলকে।

পাওয়ার প্লের শেষ ওভারে ম্যাচে প্রথম স্পিনার আনে বাংলাদেশ। তবে নাসুম আহমেদের করা সেই ওভার থেকে ১৩ রান তুলে নেয় ইংল্যান্ড। তাতে স্কোরবোর্ড সমৃদ্ধ রেখে পাওয়ার প্লের শেষ করে সফরকারিরা। ৬ ওভার শেষে তাদের সংগ্রহ দাড়ায় ১ উইকেটে ৫০ রান।

৭ম ওভারে বোলিংয়ে এসেই দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। দারুণ এক টার্নিং ডেলিভারিতে পরাস্ত হয়ে সাকিবের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ফিল সল্ট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭