ইনসাইড টক

‘ভবন তদারকি করা সিটি কর্পোরেশনের এখতিয়ারে নেই’


প্রকাশ: 12/03/2023


Thumbnail

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের কোনো ভবনের স্যুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংক, ওয়াটার রিজার্ভার—এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় কি না, সেটি বসবাসের উপযোগী কিনা—এটি দেখ ভাল করার এখতিয়ার সিটি কর্পোরেশনের নেই। এটির দেখ ভাল করা দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)।

বিস্ফোরণের মতো দুর্ঘটনা এড়াতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ আছে কিনা—এ নিয়ে বিষয়ে বাংলা ইনসাইডার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় মোঃ সিরাজুল ইসলাম এসব কথা বলেছেন। পাঠকদের জন্য মোঃ সিরাজুল ইসলাম এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব প্রতিবেদক শান্ত সিংহ।

মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রতি পাচঁ বছর পরপর অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার বিধান রয়েছে রাজউক এর। যেকোনো ভবনের প্ল্যানগুলো রাজউক এর কাছে সংরক্ষণ থাকে। রাজউক এর মতো আমরা কোনো প্ল্যান করি না সেজন্য দেখ ভাল করার এখতিয়ারও আমাদের নেই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭