ইনসাইড বাংলাদেশ

প্রভাত ফেরি শেষে বই মেলায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2018


Thumbnail

অমর একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরি শেষে মানুষের স্রোত এসে মিশেছে বই মেলা প্রাঙ্গণে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা এলাকায় উৎসবের আমেজ দেখা গেছে।

এ দিন সকাল ৮টায় খুলে দেওয়া হয় বইমেলার প্রবেশদ্বার। শহীদ মিনারে ফুল দিয়ে এসে দিনভর প্রাণের মেলা জমে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে। একদিকে ছুটির দিন অন্যদিকে প্রাণের বইমেলা। সব মিলিয়ে মেলা প্রাঙ্গণজুড়ে দেখা যায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। আগতদের বেশিরভাগই ছিল তরুণ-তরুণী।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, অমর একুশে বই মেলায় এপর্যন্ত মোট ২ হাজার ৬৬৯টি প্রকাশ হয়েছে। বইমেলার ২১তম দিনে নতুন ২০৭টি বই এসেছে।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭