ইনসাইড গ্রাউন্ড

মিরাজের জোড়া আঘাতে চালকের আসনে বাংলাদেশ


প্রকাশ: 12/03/2023


Thumbnail

বাঁ-হাতি মঈন আলি স্ট্রাইকে থাকায় মেহেদী মিরাজকে ৮ম ওভারে প্রথমবার বোলিংয়ে আনেন সাকিব। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে দেরি করেন নি সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা মেহেদী। মাত্র ২ রান দিয়ে সে ওভারের শেষ বলে মঈন আলিকে প্যাভিলিয়নে পাঠান এই অফ স্পিনার। 

পাওয়ার প্লেতে ওভার প্রতি ৮ এর উপরে রান তুললেও, নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভার শেষে ৬.৩০ তে নামিয়ে আনেন বাংলাদেশের বোলাররা। সেই সাথে তুলে নেন ৪ উইকেট। পাওয়ার প্লের পর স্কোরবোর্ডে ৭ রান যোগ করতেই ৩ উইকেট হারায় ইংলিশরা।

১২তম ওভারে আরেকটি চমক দেখান বাংলাদেশ অধিনায়ক। বোলিংয়ে আনেন নাজমুল হোসেন শান্তকে। তবে প্রথম বলেই বেন ডাকেটকে ফুলটস উপহার দিয়ে বাউন্ডারি হজম করেন শান্ত। সে ওভার থেকে ৯ রান তুলে নিয়ে খানিকটা চাপ কমায় ইংল্যান্ড। ১৩তম ওভারে নিজের কোটার শেষ ওভার করতে আসেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট পান তাসকিন।

পরের ওভারে আবার আরেক পার্টটাইম অফ স্পিনার আফিফকে আক্রমণে আনেন সাকিব। সে ওভার থেকেও সুবিধা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ।

তবে ১৫তম ওভারে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। দ্বিতীয় স্পেলে বল করতে এসে এক বলের ব্যবধানে দুই ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান মিরাজ। দ্বিতীয় বলে স্যাম কারেন এবং চতুর্থ বলে ক্রিস ওকসকে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন।

১৫ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ৯২ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭