ইনসাইড বাংলাদেশ

শহীদ মিনারে শ্রদ্ধা জানাল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2018


Thumbnail

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি প্রথমবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

ঢাকা শহরের ৯টি থানা থেকে শতাধিক হিজড়া বুধবার প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি পার্বতী বলেন, আগেও বিচ্ছিন্নভাবে কেউ কেউ এসেছি। আনুষ্ঠানিকভাবে এবারই আমাদের প্রথম আসা।

বর্তমান সরকার ২০১৩ সালে হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয় ।অবহেলিত এই জনগোষ্ঠী সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতেই এই স্বীকৃতি দেয়া হয়।


বাংলা ইনসাইডার/এএফ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭