ইনসাইড গ্রাউন্ড

কাতারের সাবেক কোচ হলেন ইকুয়েডরের প্রধান কোচ


প্রকাশ: 13/03/2023


Thumbnail

২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ইকুয়েডরকে। দলের ব্যর্থতায় তখনি প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কোচ গুস্তাভো আলফারোকে। বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের খেলা না থাকায় প্রধান কোচের পদ শূন্য রেখেছিলো ইকুয়েডর। সম্প্রতি গুস্তাভোর স্থলাভিষক্ত করা হলো কাতারের সাবেক কোচ ফেলিক্স সানচেসকে।

কাতারের সাবেক কোচকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব দিয়েছে ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন। 

ফেলিক্স সানচেসের কোচিংয়ে ২০২২ বিশ্বকাপ খেলে কাতার। স্বাগতিক দেশ হয়েও বিশ্বকাপের সবগুলো ম্যাচ গেরে বিদায় নিতে হয়েছিলো কাতারকে। গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছিলো মধ্যপ্রাচ্যের দেশটি।

সানচেস কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনা একাডেমিতে। ২০১৯ সালে তার হাত ধরে এশিয়ান কাপের শিরোপা জেতে কাতার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭