ইনসাইড বাংলাদেশ

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি কাদেরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2018


Thumbnail

বিশ্বের ৭ম অবস্থানে থাকা ৩০ কোটিরও বেশি মানুষের ভাষাভাষীর বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আন্তুর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে বুধবার সকালে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের ৩০ কোটি বাংলা ভাষাভাষী মানুষের ভাষাকে জাতিসংঘ তার দাপ্তরিক ভাষার স্বীকৃতি দিবে এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই দিনে বাঙালি জাতির পক্ষ থেকে আমি এই দাবিই জানাচ্ছি।’


বাংলা ইনসাইডার/এসএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭