ইনসাইড গ্রাউন্ড

টাইগারদের কাছে সিরিজ হার, মানতে পারছেন না সাবেক ইংলিশ ক্রিকেটার


প্রকাশ: 13/03/2023


Thumbnail

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টানা দুই টি-২০তে হারিয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকায় প্রথম টি-২০ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল টাইগাররা। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয় লাল সবুজ প্রতিনিধিদের।

এদিকে, বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হার যেন হজম হচ্ছে না ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হোসেইনের। নিজ দলের খেলোয়াড়দের তীব্র সমালোচনা করেছেন তিনি। সাবেক ইংল্যান্ডের অধিনায়ক মনে করেন সিরিজের বাংলাদেশ যে মনোভাব নিয়ে খেলেছে ইংল্যান্ডের উচিৎ ছিলো একই মনোভাব নিয়ে খেলার।

সিরিজ হারের পর নাসের হোসেইন বলেন, আমরা ইংল্যান্ড ক্রিকেট দল। এটা গুরুত্বপূর্ণ সফর। আমরা দেখেছি এই সিরিজটা বাংলাদেশ কীভাবে নিয়েছে। আমাদেরও একই সম্মান দেখানো উচিত ছিল। আমাদের স্কোয়াডে আদর্শ ভারসাম্য ছিল না।

পাকিস্তানে অনুষ্ঠিত পিএসএলে খেলতে যাওয়ায় বাংলাদেশ সফরে ছিলেন না, আলেক্স হেলস, স্যাম বিলিংসের মতো ক্রিকেটাররা। আবার ওয়ানডে সিরিজ শেষ করে চলে যান জেসন রয়। নিউজল্যান্ডের বিপক্ষে টেস্ট চলায় বাংলাদেশ সফরে আসতে পারেনি হ্যারি ব্রুকও। চোটে থাকায় দীর্ঘদিন ধরে দলে নেই লিয়াম লিভিংস্টোন জনি বেয়ারস্টো।

এরপরেও নাসের মনে করেন, ‘মানছি নির্বাচকদের একাধিক বিষয় মাথায় রেখে কঠিন কাজ ছিল। অ্যাশেজের মতো সিরিজ সামনে আসছে, এজন্য তারা টেস্ট খেলোয়াড়দের বিশ্রাম দিতে চেয়েছে। সাদা বলের খেলোয়াড়দের টেস্টে রেখেছে। কয়েকজন চোটে আছে। কাউন্টি মৌসুমও আসছে ইত্যাদি।  কিন্তু আমাদের ১৮টি কাউন্টি। আমরা যদি বাংলাদেশে একজন ব্যাটার পাঠাতে না পারি তবে ব্যর্থতা আমাদের। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭