ইনসাইড গ্রাউন্ড

অধিনায়কত্বে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন সাকিব


প্রকাশ: 13/03/2023


Thumbnail

টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে অবশেষে সিরিজ জিতল বাংলাদেশ। ১২ মার্চ মিরপুর শেরে- বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে উইকেটের ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিকরা। সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে থ্রি লায়ন্সদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

বাংলাদেশের ইতিহাস গড়ার দিনে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব আল হাসান।

মাশরাফির অধীনে ২৮ ম্যাচে ১০টি টি-টোয়েন্টি জয় রয়েছে বাংলাদেশের। অন্যদিকে, সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচে ১১ টি-টোয়েন্টি জয় ২২টি হারের স্বাদ পায় বাংলাদেশ। মাশরাফিকে টপকে দ্বিতীয়স্থানে ওঠে এলেন সাকিব।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সবচেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর অধীনে ৪৩ ম্যাচে ১৬টিতে জয়, ২৬টি হার ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭