ইনসাইড বাংলাদেশ

ভাষা শহীদদের প্রতি বঙ্গবন্ধুর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2018


Thumbnail

লোকে লোকারণ্য শহীদ মিনার। এর মধ্যে ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে জীবন দেওয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পুস্পস্তবকে ভরে উঠল শহীদ মিনার প্রাঙ্গন। পরে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ধরলেন বঙ্গবন্ধু।

সম্প্রতি একটি দুষ্প্রাপ্য ফুটেজে এই চিত্র দেখা যায়। ভিডিওতে দেখা যায় বিপুল সংখ্যক মানুষের এক মিছিল নিয়ে বঙ্গবন্ধু ফুল দিতে হাজির হন শহীদ মিনারে। বঙ্গবন্ধুর পক্ষ থেকেই পুস্পস্তবক অর্পন করা হয় শহীদ মিনারে। খোঁজ নিয়ে জানা গেছে ফুঁটেজটি স্বাধীনতার তিন বছর পর ১৯৭৪ সালের। স্বাধীনতার আগে কারাগারের বাইরে থাকলে এবং স্বাধীনতার পরে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকা অবস্থায় প্রতিবারই একুশে ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে।

বাংলা ইনসাইডারের পাঠকদের জন্য ভিডিওটি দেওয়া হলো:


বাংলা ইনসইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭