লিভিং ইনসাইড

ব্রণ দূর হবে খুশকির শ্যাম্পুতে?


প্রকাশ: 13/03/2023


Thumbnail

ব্রণের যেমন বিভিন্ন রকম রয়েছে তেমনি চিকিৎসাও আলাদা। মুখ বা কপালে চুলের রেখা বরাবর ব্রণ দেখা দিলে, দূর করতে প্রয়োজন স্যালিসাইলিক অ্যাসিডের মতো সক্রিয় উপাদান। যা ধীরে ধীরে ব্রণের সমস্যা উপশমে সহায়তা করে।

রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের বোর্ড প্রত্যয়িত ত্বক বিশেষজ্ঞ হ্যাডলি কিং বলেন, “স্যালিসাইলিক অ্যাসিড লোমকূপ আবদ্ধ হয়ে যাওয়ার ফলে হওয়া ব্রণ, হোয়াইট হেডস ও ব্ল্যাক হেডস কমাতে সহায়তা করে।”

কপালে চুলের রেখা বরাবর ব্রণ হওয়ার কারণ হল জমে থাকা তেল ও স্টাইলিং প্রসাধনী। তাই স্যালিসালিক অ্যাসিড সমৃদ্ধ শ্যাম্পু এই ধরনের ব্রণ কমাতে ভালো কাজ করে। ‘ডা. লরেটা স্কিন কেয়ার’য়ের প্রতিষ্ঠাতা ও নিউ ইয়র্কয়ের বোর্ড প্রত্যয়িত ত্বক বিশেষজ্ঞ লরেটা সিরালডো বলেন, “স্যালিসাইলিক হল ‘কেরাটোলেইটিক’ উপাদান যা মৃত কোষ দূর করে। এটা ত্বকের লোমকূপে তৈরি হওয়া বাড়তি সিবাম ও জমে থাকা মৃত কোষ দূর করতে সহায়তা করে।”

‘ফাঙ্গাল একনি’র কারণে হওয়া ব্রেক আউট দূর করতে ‘ড্যান্ড্রাফ’ বা খুশকির শ্যাম্পু’ উপকারী। মজার বিষয় হল, ‘ফাঙ্গাল একনি’ ধারণাটা আসলে ভুল। এটা ফাঙ্গাসের কারণে সৃষ্টি হয় না, হয় ইস্টের কারণে।

ডা. কিং বলেন, “ফাঙ্গাল একনি লোমকূপকে স্ফীত করে তোলে এবং দানাদার ব্রণের মতো সৃষ্টি হয়। বেশিরভাগ খুশকির শ্যাম্পুতে কেটোকোনাজল বা সেলেনিয়াম সালফাইড বা পিরিথায়ন জিংকের মতো ছত্রাক বিরোধী উপাদান থাকে যা ব্রণ সৃষ্টিকারী ইস্ট প্রতিরোধের সহায়তা করে।”


ফাঙ্গাল একনি চেনার উপায়

ফাঙ্গাল একনি দেখতে অন্যান্য ব্রণের মতো হলেও এখানে লক্ষ্যণীয় কিছু পার্থক্য আছে। সাধারণ ব্রণ, মুখে দেখা দেয় এবং ছোট বড় নানান আকৃতির হয়। এরা হোয়াইট হেডস ও ব্ল্যাক হেডসের মতো হয়ে থাকে।

অন্যদিকে ফাঙ্গাল একনি দেখতে একই আকৃতির ও গুচ্ছাকারে হয়। সাধারণত বুক, হাতের উপরি অংশে, পিঠ ও মাঝে মধ্যে মুখে একই রকমের লাল ফুসকুড়ি ও ছোট ব্রণের মতো দেখা দেয়। সাধারণের তুলনায় অনেক বেশি চুলকায়।

মুখে ব্রণের ধরন যেমনই হোক না কেনো এতে কোনোভাবেই খুশকির শ্যাম্পু সরাসরি ব্যবহার করা যাবে না। কারণে এটা মুখ ধোয়ার জন্য তৈরি করা হয়নি। খুশকির শ্যাম্পু মাথায় মেখে দু’তিন মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। এর ফেনা আক্রান্ত স্থানের ক্ষত কমাতে সহায়তা করবে।

তবে পিঠে বা ঘাড়ে ব্রণ হলে, সরাসরি এই শ্যাম্পু আক্রান্তস্থানে ব্যবহার করা যাবে বলে জানান ডা. সিরাল্ডো এবং ডা. কিং। তাদের মতে, কপালে ও চুলের রেখা বরাবর ব্রণ কমাতে খুশকির শ্যাম্পু ব্যবহার করা উপকারী। তবে ব্রণের ধরন যাচাই করতে ও সঠিক ব্যবস্থা গ্রহণে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭