ইনসাইড গ্রাউন্ড

ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম কিছুই নেই বোর্ড সভাপতির


প্রকাশ: 13/03/2023


Thumbnail

জনপ্রিয়তার দিক দিয়ে বাংলাদেশের প্রিয় খেলার স্থানটি দখল করে নিয়েছে ক্রিকেট। টাইগারদের জয় পুরো দেশ যেমন আনন্দিত হয়, তেমনি পরাজয়ে সমান ভাবেই ব্যতীত হয় সমর্থকরা। আবার প্রত্যাশিত ক্রিকেট উপহার না দিতে পারলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হতে হয় খেলোয়াড় থেকে শুরু করে বোর্ড কর্তাদেরও। যেমন জাতীয় দলে অভিষেকের পর থেকেই সমালচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি নিজের পারফরম্যান্স দেখিয়ে সমর্থকদের কাছে হিরোও বনে গেছেন ওপেনার।

নাজমুল শান্ত, সাব্বির রহমান, নাসির হোসেনদের মতোই  বিসিবি সভাপতিকে নিয়েও মাঝেমধ্যে ট্রল করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হওয়ার বিষয়ে বোর্ড সভাপতির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিছু নাই।'

সমালোচনার প্রসঙ্গ নাজমুল হাসান পাপন বলেন, 'শুনেন, এখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের কিছু বলার পেছনে কিছু কারণ থাকে। আমি এসব দেখি না। তবে মানুষের কাছে শুনি মাঝেমধ্যে। কথা হচ্ছে একটা পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে এখন। পরিকল্পনা নিয়ে আগানোর পরে একটা ছেলের ওপর যখন ইনভেস্ট করা হয়। দেখেন, লিটন সৌম্যকেও অনেক সুযোগ দেওয়া হয়েছে।'

তরুণ ক্রিকেটারদের নিয়েও পরামর্শমূলক বার্তা দিয়েছেন বোর্ড সভাপতি। তরুণদের উদ্দেশ্য বলেন, 'আমি খেলোয়াড়দের একটা কথাই বলি বিশেষত নতুন খেলোয়াড়দের এসব কিছু দেখবাও না, শোনবাও না। তোমাদের দরকার নেই। খেলায় মনোযোগ দাও।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭