ইনসাইড গ্রাউন্ড

নাসের হুসেনের শান্ত বন্দনা


প্রকাশ: 13/03/2023


Thumbnail

বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ খুঁইয়েছে ইংল্যান্ড। নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথম সিরিজ খেলতে নেমেই হারের তিক্ত স্বাদ পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তা অনেক সাবেক ক্রিকেটারের হতাশা জাগিয়ে তুলেছে। সে তালিকায় আছেন ইংলিশদের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। ইংল্যান্ডের হারে দলের সমালোচনাও করেছেন। তবে সেখানেই থেমে থাকেন নি তিনি। প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে, সেখানে আলাদাভাবে বলেছেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে।

দীর্ঘদিন ধরেই জাতীয় দলে সাথে রয়েছেন নাজমুল হাসান শান্ত। তবে প্রবল সম্ভাবনার জানান দিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারছেন না শান্ত। টানা ব্যর্থতায় তাকে নিয়ে আলোচনারও অন্ত নেই। তবে সবশেষ বিপিএলে ব্যাট হাতে ভাল সময় কাটিয়েছে শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রানের দেখা পেয়েছেন। তবে নজর কেড়েছেন প্রথম টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিং করে। দ্বিতীয় ম্যাচে সময়ের দাবি মেনে খেলেছেন ৪৬ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেছেন। তাতেই তার মধ্যে সম্ভাবনা দেখছেন নাসির হুসেইন।

স্কাই স্পোর্টসের বিশ্লেষক হিসেবে থাকা এই ক্রিকেটার বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত খেলেই সিরিজ জিতেছে বাংলাদেশ। দুর্দান্ত ক্রিকেট খেলেছে দলটি। ফলে জয়ের কৃতিত্বটা বাংলাদেশের প্রাপ্যই। দুটি ম্যাচেই দারুণ খেলেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা হয়ে উঠছে সে। বাংলাদেশের এখন দারুণ সব ক্রিকেটার তৈরি করার সামর্থ্য রয়েছে। এই সিরিজ জয়টা তাদেরকে ভবিষৎ এ অনুপ্রাণিত করবে।

শান্তর পাশাপাশি তার কণ্ঠে মেহেদী হাসান মিরাজের বিষয়েও তৃপ্তি ঝরেছে। একাদশে ঢুকেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারেরও প্রশংসা করে সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত বোলিং করেছে। বোলিংয়ের সময় গতিতে বৈচিত্র্য এনেছে। উইকেটটাও স্পিন বোলিংয়ের জন্য ভালো ছিল। তাকে দলে নেওয়ার সুফল পেয়েছে বাংলাদেশ। সে দারুণ ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে তার কিছু মধুর স্মৃতিও আছে।’ এসময় বোলিং বিভাগ তাদের কাজটা ঠিকমতো করলেও, ব্যাটসম্যানদের ব্যর্থতাই ইংল্যান্ডের হারের কারণ বলে মনে করেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭