ইনসাইড গ্রাউন্ড

ম্যানসিটির প্রতিপক্ষ লাইপজিগ, ইন্টারের মুখোমুখি পোর্তো


প্রকাশ: 14/03/2023


Thumbnail

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ। প্রথম লেগে লাইপজিগের মাঠে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিলো দুই দল। তাতে এই ম্যাচটি পরিণত হয়েছে ভাগ্য নির্ধারণী লড়াইয়ে।

ঘরের মাঠে বরাবরই কঠিন প্রতিপক্ষ ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তিনটি ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে সিটিজেনরা। সেই তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ২টি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের মাঠে সবশেষ ৮ ম্যাচে কোন হার নেই ম্যানসিটির। পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফর্ম্যান্সের কারণে লাইপজিগের থেকে এগিয়ে থেকেই মাঠে নামবে হালান্ড-ডি ব্রইনারা।

আগের ম্যাচে স্ট্রাইকারদের ব্যর্থতায় দ্বিতীয় লেগে আক্রমণাত্নক ফুটবল খেলার ঘোষণা দিয়েছিলেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মলনেও সে পরিকল্পনায় অটুট থাকার কথা জানান তিনি। সেই সাথে প্রিমিয়ার লিগ নয়, চ্যাম্পিয়ন্স লিগের সাফল্য দিয়ে ইংলিশ ক্লাবটিতে নিজের অধ্যায়কে মূল্যায়ন করতে চান বলে মন্তব্য করেন এই স্প্যানিশ কোচ।

তবে প্রথম লেগে সিটিজেনদের সাথে পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে লাইপজিগ। এবার লক্ষ্য মাঠে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করে শেষ আটের টিকিট নিশ্চিত করা। প্রতিযোগিতাটিতে এবার দাপট দেখিয়েছে জার্মান ক্লাবটিও। গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর বেশ দুরন্ত গতিতেই এগিয়েছে ক্লাবটি। সবশেষ ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে দলটি। ফুটবলাররাও তাই বেশ আত্নবিশ্বাসী। আর সেটিকে কাজে লাগিয়ে সিটির বিপক্ষে জয় তুলে নিতে চায় লাইপজিগ।

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও সমানে সমান দুই দল। ২০২১ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দেখা হয়েছিলো দুই দলের। প্রথম লেগে ৬-৩ গোলে সিটির কাছে হেরে যাওয়া লাইপজিগ ২-১ এ দ্বিতীয় লেগ জিতে নেয়। তবে ৫-২ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডের টিকিট পায় সিটিজেনরা। আর তৃতীয় দেখা চলতি মৌসুমে। প্রথম লেগের সে ম্যাচটি হয় ড্র।

এদিকে, শেষ আট নিশ্চিতের লক্ষ্যে আরেক ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মিলান ও পোর্তো। প্রথম লেগে ঘরের মাঠে রোমেলু লুকাকুর শেষ মুহুর্তের গোলের জয় পেয়েছিলো ইতালিয়ান ক্লাবটি। তবে দ্বিতীয় লেগ নিজেদের মাঠে হওয়ায় বেশ আত্নবিশ্বাসী পর্তুগিজ ক্লাবটিও। ইন্টারকে আটকে দেয়ার লক্ষ্য মেহেদী তারেমিদের। 

চলতি মৌসুমের আগে প্রতিযোগিতাটিতে ৪বার মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে ইন্টারের দুই জয়ের বিপরীতে পোর্তোর জয় ১টি ম্যাচে। বাকি ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করেছিলো উভয় দল।

দুটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭