কোর্ট ইনসাইড

নুর উদ্দিনের পক্ষেই লড়বেন অ্যাডভোকেট কামরুল?


প্রকাশ: 14/03/2023


Thumbnail

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) নুরউদ্দিন আহমেদ অপুর পক্ষে মামলার শুনানিতে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সিনিয়র আইনজীবী সদস্য কামরুল ইসলাম। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ বিতর্কের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে আইনজীবী কামরুল ইসলাম বলেছেন, ‘যদি জানতাম আসামি তারেক রহমানের এপিএস ছিলেন, তাহলে কখনও এ মামলায় শুনানি করতাম না।’ কিন্তু এখন বিষয়টি জানা পর তিনি মামলা থেকে সরে দাঁড়াবেন কিনা সেটিও স্পষ্ট করেননি। 

নুর উদ্দিন চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী বিষয়টি জানার পরও গণমাধ্যমের অনেক প্রশ্নের উত্তর তিনি কৌশলে দিয়েছেন বলে মনে কেউ কেউ। তিনি বলেছেন, ‘মামলার রেকর্ডের কোথাও লেখা নেই যে নুর উদ্দিন আহমেদ অপু তারেক রহমানের এপিএস ছিলেন। সিআইডির রিপোর্টেও বিষয়টি উল্লেখ নেই। এমনকি রাষ্ট্রপক্ষও শুনানিতে কখনও বলেননি যে নুর উদ্দিন আহমেদ অপু তারেক রহমানের এপিএস ছিলেন।’

মামলা নেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এক জুনিয়র এ মামলায় আমাকে সিনিয়র হিসেবে নিয়োগ দেয়। সিনিয়র হিসেবে আমি ব্রিফ করেছি। প্রচুর ফি পেয়েছি। এ কারণে আসামির পক্ষে কয়েক দিন শুনানি করেছি। গতকালও অনেক টাকা ফি পেয়েছি।’

বিষয়টি জানার পর মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কি না— প্রশ্নের জবাবে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘সবাই নাকি বলছে আমি সরে দাঁড়িয়েছি। সরে দাঁড়ানোর প্রশ্ন এখানে আসবে কেন? গতকাল পর্যন্ত আমি এ মামলায় শুনানি করেছি। আজ আদেশের জন্য ছিল। আদেশের সময় আদালতে সিনিয়র থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সাধারণত মামলায় জুনিয়র যারা থাকেন তারা আদালতের আদেশ রিসিভ করেন।’

আবার যদি এ মামলায় আপনাকে ফি দেয় তাহলে অপুর পক্ষে আদালতে শুনানি করবেন কি না— উত্তরে তিনি বলেন, ‘তখন ভেবে দেখব।’ ফলে তার অবস্থান নিয়ে এখন ধ্রুমজাল তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে অ্যাডভোকেট কামরুল ইসলাম কি এরপরও নুর উদ্দিনের পক্ষে মামলা লড়বেন? যদিও যেকোনো মামলা লড়তে কোনো বাধ্যবাধকতা নেই। তবে আদর্শ বলে একটা ব্যাপার থাকে, দৃষ্টিভঙ্গিগত একটা ব্যাপার থাকে। দৃষ্টিভঙ্গিগত ব্যাপারটা সবসময় পেশাগত নৈতিকতার মধ্যে পড়ে না বা পড়লেও অনেকে অনেকভাবে মানিয়ে নেন। কিন্তু আদর্শগত ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আদর্শগত বিষয়টা মাথায় রাখা উচিত।

উল্লেখ্য, অর্থপাচার মামলায় বিচাপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ অপুর জামিন স্থগিত করেছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭