ইনসাইড গ্রাউন্ড

দলের জয়ের দিনে রেফারির ওপর চটলেন রোনালদো


প্রকাশ: 15/03/2023


Thumbnail

ফুটবল মাঠে নানা কারণে সংবাদের শিরোনাম হন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কখনো নজড়কাড়া পারফরম্যান্সের জন্য কখনো বা মাঠে রেফারির উপর ক্ষোভ প্রকাশ করে। সর্বশেষ মঙ্গলবার রাতে কিংস অফ চ্যাম্পিয়ন্সের ম্যাচে আভাকে ৩-১ গোলে হারিয়েছে তার ক্লাব আল-নাসর। দল জিতলেও নতুন করে আবারও খবরের শিরোনামে এসেছেন আল নাসরের এ সুপারস্টার।

মঙ্গলবার আল নাসরের জয়ের দিনে মেজাজ হারিয়েছেন সাবেক রিয়াল এ তারকা। ৩-০ তে আল নাসর জয় পেলেও এ দিন গোল শূন্য ছিলেন রোনালদো। ম্যাচের প্রথমার্ধের বাঁশি বাজানোর পর তিনি ক্ষেপে যান রেফারির ওপর। এরপর রাগের বশে বল নিয়ে জোরে কিক মেরে বসেন। ফলস্বরূপ রোনালদোকে হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষ হওয়ার যখন তিন মিনিট বাকি সে সময় রোনালদোকে মাঠ থেকে উঠিয়ে নেন দলটির কোচ রুডি গার্সিয়া। দলের প্রধান তারকা সেটিও মেনে নিতে পারেননি। ডাগআউটে বসে হতাশায় মাথা নাড়তে থাকেন। রোনালদোর এমন আচরণের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন কান্ডে রোনালদো পাশে পেয়েছেন অনেক সমর্থকদের। ভক্তদের অনেকেই রোনালদোকে সান্তনা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্ত লেখেন, ‘রোনালদো, শান্ত থাকো। গোল পাওয়ার জন্যে তুমি বড্ড বেশি চিন্তাভাবনা করছ। মাথা ঠান্ডা রাখো। সতীর্থরা তোমাকে নিশ্চয়ই গোল করার অনেক সুযোগ করে দেবে।’

অন্য আরেক ভক্ত প্রশ্ন তোলেন সতীর্থদের দায় নিয়ে, ‘আল নাসরের বাকি ফুটবলারদের উচিত রোনালদোকে আরও ভাল পজিশনে বল বাড়ানো। তাকে গোল করার সুযোগ করে দেওয়া উচিত। গত কয়েক ম্যাচে ফুটবলারদের পাসিং খুব খারাপ হয়েছে। আরও বেশি পাস দেওয়া দরকার দলের সেরা স্ট্রাইকারকে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭