ইনসাইড গ্রাউন্ড

অনলাইনে পাওয়া যাবে আয়ারল্যান্ড সিরিজের টিকিট


প্রকাশ: 15/03/2023


Thumbnail

ঘরের মাঠে ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের স্বাদ দেয় টাইগাররা। ইংল্যান্ড সিরিজ শেষ না হতেই দরজায় কড়া নাড়ছে আয়ারল্যান্ড সিরিজ। আগামী ১৮ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে। এই সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

তিনি জানান, ‘এই সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। প্রাথমিকভাবে টিকিট পাওয়া যাবে বিসিবির নিজস্ব ওয়েবসাইটে।’

তবে কবে থেকে টিকিট ছাড়া হবে সেটি এখনও নিশ্চিত করেনি বিসিবি। যদিও এর আগে ২০১৯ সালে একবার বিপিএল আসরে বিসিবি অনলাইন টিকিটের ব্যবস্থা করেছিল।

ইতোমধ্যে এই সিরিজ খেলতে আয়ারল্যান্ড দল সিলেটে অবস্থান করছে। ১২ মার্চ তারা ঢাকায় পা রেখেই সিলেটের উদ্দেশে চলে যায়। সেখানেই আজ তাদের সঙ্গে বিসিবি একাদশের সাথে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৮ মার্চ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭