ইনসাইড গ্রাউন্ড

'দলের যে কেউ এখন ম্যাচ জেতাতে পারে'


প্রকাশ: 15/03/2023


Thumbnail

চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাদশে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। ডাগআউটে বসে টাইগারদের ঐতিহাসিক জয় দেখতে হয়েছে মিরাজকে। কিন্তু মিরপুরে দ্বিতীয় দ্বিতীয় টি-২০ ম্যাচে একাদশে সুযোগ পেয়েই ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেন এ অলরাউন্ডার। বিশ্বচ্যাম্পিয়নদের ধবলধোলায়ের ম্যাচে জস বাটলারকে দুদার্ন্ত রান আউটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিরাজ।

টাইগার ক্রিকেটের অন্যতম এ অলরাউন্ডার মনে করেন জাতীয় দলে এখন যারা খেলতেছে সবারই ম্যাচ জেতানোর মত সামর্থ্য রয়েছে।

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন, আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথম যখন খেলেছি। আমরা চেষ্টা করেছি প্রক্রিয়ায় কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে। দিনশেষে ফলাফল আসবে। কিন্তু আমরা যদি প্রক্রিয়া অনুসরণ না করি, ফলাফল কখনো আসবে না। আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলে জিতেছি।’

সাকিবের নেতৃত্বে পুরো দল অনুপ্রাণিত হয় বলেও মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘অলরাউন্ডার দলে যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো থাকে। দলের কম্বিনেশন করতে অনেক ভালো হয়। সাকিব ভাই তো আমরা জানি বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার, সব সময়ই ছিলেন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্বমানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন হব।’

২০২২ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে সুযোগ পাওয়া এ ক্রিকেটার আরও বলেন, ‘দিনশেষে দলের ভেতর যত বেশি উইনিং খেলোয়াড় থাকবে যদি একজন থাকে, আমরা বিশ্বাস করি সে জেতাতে পারে। এটা কিন্তু হয়তো এক দিন জেতাতে পারবে, কিন্তু দিনের পর দিন পারবে না। আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং হয়েছে; চেষ্টা করব ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭