ইনসাইড গ্রাউন্ড

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন শান্ত, এগিয়েছেন লিটনও


প্রকাশ: 15/03/2023


Thumbnail

ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলায় করে - তে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। পুরো সিরিজ জুড়ে ব্যাট হাতে অসাধারণ খেলেছেন নাজমুল হোসেন শান্ত। এক ফিফটি দুইটি চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলে হয়েছেন সিরিজ সেরা। এমন দুর্দান্ত পরাফরম্যান্স দিয়ে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৬৮ ধাপ এগিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত।

শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলা ওপেনার লিটন দাসও এগিয়েছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে।

বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শান্ত ৬৮ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে উঠে এসেছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শান্তই এখন সবার চেয়ে এগিয়ে। এ ছাড়া লিটন দাস ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। এটা তার আগের সেরা র‍্যাংকিং ছিল। গতকাল শেষ ম্যাচে ফিফটি করা ইংল্যান্ডের ডেভিড মালান এক ধাপ এগিয়ে আছেন ৭ নম্বরে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭