ইনসাইড পলিটিক্স

আগামী চার মাস যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আওয়ামী লীগকে


প্রকাশ: 15/03/2023


Thumbnail

আগামী ২৩ মে'র পর ২৯ জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সচিব মো. জাহাংগীর আলম। জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আলাদা একটি তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে।

বিশিষ্টজনেরা বলছেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ওপর এক ধরনের অনাস্থা লক্ষ্য করা গেছে। বিশেষ করে গত কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া উপনির্বাচন গুলো নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ সমস্ত উপনির্বাচনের অনিয়মগুলো মাঠের বিরোধী দল বিএনপি বারবার সামনে টেনে এনেছে। উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশগুলোও এ সমস্ত নির্বাচন পর্যবেক্ষণ করে থাকে বলে জানা গেছে। এছাড়া নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য একাধিক পশ্চিমা দেশের আগ্রহ সুস্পষ্ট। ফলে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হওয়া অত্যন্ত জরুরী এবং এ সমস্ত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী হওয়াও আবশ্যক। তা নাহলে আওয়ামী লীগের জন সমর্থন নেই, তাদের জনপ্রিয়তা কমে গেছে ইত্যাদি বিষয়গুলো সামনে আনার সুযোগ পাবে বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। যেমনটি হয়েছিল রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর। উল্লেখ্য, ওই নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র হিসেবে বিজয়ী হন। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া জমানত হারান। এছাড়া নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, বিতর্কিত হয় সেক্ষেত্রে বিরোধী দলগুলো সুযোগ নেবে। আন্তর্জাতিক মহলে তারা প্রচার করার সুযোগ পাবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই ইত্যাদি ইত্যাদি। সে বিবেচনায় পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনগুলো যেমন সুষ্ঠু হওয়া জরুরী, তেমনি পাঁচ সিটি জয়ী হওয়াও আবশ্যক।

এছাড়া এ সমস্ত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। টানা তিন মেয়াদে দল ক্ষমতায় থাকার কারণে দলের অনেক নেতাকর্মীদের মধ্যে ক্ষমতার মোহ জন্মছে। যা অতীতের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে লক্ষণীয় ছিল। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি ছিল। যা রীতিমতো দলে কোন্দল তৈরি করেছিল। এবারও যদি সে রকম কিছু ঘটে সেক্ষেত্রে দলীয় কোন্দল আবার প্রকাশ্য রূপ নেবে এবং জাতীয় নির্বাচনের আগে এ ধরনের কোন্দল দলের ভেতর বড় ক্ষত তৈরি করবে। যার প্রভাব নির্বাচনে পড়ে। 

যদিও কোনো কোনো বিশ্লেষক বলছেন, স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কখনো সরকার গঠিত হয় না। ফলে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে এ ধরনের আলোচনা অহেতুক।

এদিকে, উল্লেখিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের আগে সম্ভাব্য আগামী ২৪ মার্চ থেকে শুরু হতে পবিত্র রমজান মাস। রমজান মাস এলেই ঐতিহাসিক ভাবে দেশে দ্রব্যমূল বেড়ে যায়। ফলে এখন বাজার দরের যে অবস্থা তাতে রমজান মাসে কি হবে সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ সময় সরকার দ্রব্যমূল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনরোষ দেখা দিতে পারে। আর এ ধরনের জনরোষ জাতীয় নির্বাচনের আগে খারাপ প্রভাব রাখতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। সুতরাং আগামী চার মাস আওয়ামী লীগকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে পারে বলে মনে করছেন তারা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭