ইনসাইড গ্রাউন্ড

মদরিচ-ক্রুসের প্রয়োজন এখনো ফুরায়নি, বললেন কার্লো আনচেলত্তি


প্রকাশ: 16/03/2023


Thumbnail

ক্রোশিয়ার তারকা লুকা মদরিচ জার্মান ফুটবলার টনি ক্রুস দুইজনের কাছেই বয়স যেনো সংখ্যা মাত্র। ক্লাব ফুটবলে দুজনেই খেলে থাকেন রিয়াল মাদ্রিদে। তরুণদের মতোই রিয়ালের মাঝমাঠ আগলে রাখেন দুজনে। লিভারপুলকে হারানোর ম্যাচে মদরিচ-ক্রুসের প্রশংসায় মাতলেন কোচ কার্লো আনচেলত্তি। বললেন, ‘আধুনিকরিয়ালে এখনও এই দুজনকে ভীষণ দরকার।

ক্রুস মদ্রিচ-দুজনে বুধবার রাতেও সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের মাঝমাঠে ছড়িয়েছেন আলো। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে করিম বেনজেমার গোলে লিভারপুলকে - ব্যবধানে হারিয়েছে রিয়াল। তবে কাঁধে কাঁধ মিলিয়ে দলের মধ্যমাঠ টেনেছেন দুই কান্ডারি।

দুই লেগ মিলিয়ে - গোলের অগ্রগামিতায় শেষ ষোলো পেরিয়েছে রিয়াল। অ্যানফিল্ডের প্রথম লেগে - গোলে জিতে শেষ আটে অবশ্য আগেই এক পা দিয়ে রেখেছিল প্রতিযোগিতার শিরোপাধারীরা।

চলতি মৌসুমের গ্রীষ্মেই ক্রুস মদ্রিচের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রিয়ালের। দলটির মাঝমাঠে এদুয়ার্দ কামাভিঙ্গার মতো নির্ভরযোগ্য তরুণ আছে, কিন্তু আনচেলত্তির কাছে ৩৩ বছর বয়সী ক্রুস ৩৭ বছর বয়সী মদ্রিচের প্রয়োজন ফুরায়নি এখনও।

লিভারপুলকে হারিয়ে গণমাধ্যমে কোচ আনচেলত্তি বলেন, ’আমরা আধুনিক একটা দল। বর্তমান ফুটবলে সম্মিলিত অঙ্গীকার, ব্যক্তিগত নৈপুণ্য, প্রাণশক্তি এবং অভিজ্ঞতা প্রয়োজন। মদ্রিচ ক্রুস আজ ভালো খেলেছে। প্রতিপক্ষের চাপ এড়াতে দল বল পেয়ে ভীত হয়ে পড়তে পারত, কিন্তু তারা ভালো খেলল এবং আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করলাম।

রিয়ালের কোচ আরও বলেন, ‘এই আবহ খেলোয়াড়দের তৈরি। অভিজ্ঞদের নম্রতা এর মূলে, তাদের কোনো অহংকার নেই। তরুণরা ধৈর্যশীল, তারাও জানে চমৎকার সব খেলোয়াড় আছে তাদের সামনে। তবে দারুণ ক্যারিয়ার থাকার কারণে মদ্রিচ ক্রুস খেলে না, তারা খেলার যোগ্য বলেই খেলে।' 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭