ইনসাইড গ্রাউন্ড

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ১১ ও ১২ এপ্রিল


প্রকাশ: 16/03/2023


Thumbnail

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষে বাদ পড়েছে আট দল। কোয়ার্টার ফাইনালে উঠেছে বাকি আটটি দল। যেখানে ইতালির লিগ থেকে রয়েছে তিনটি দল। এসি মিলান ইন্টার মিলানের পর চ্যাম্পিয়ন্স লিগে ১১৮ বছর পর প্রথমবারের মতো শেষ আটে নাপোলি।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে দুইটি দল চেলসি ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ লা লিগা জার্মান বুন্দেসলিগা থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ। অন্য আরেকটি দল পর্তুগালের বেনফিকা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচ শুরু হবে ১১ ১২ এপ্রিল। দ্বিতীয় লেগের ম্যাচ হবে ১৮ ১৯ এপ্রিল। এরপর সেমিফাইনালের প্রথম লেগ ১০ মে এবং দ্বিতীয় লেগ ১৬ ১৭ মে মাঠে গড়াবে। কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে ১৭ মার্চ রাতে। 

সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হবে ড্র। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ ষোলো একই লিগের দল মুখোমুখি হবে না বলে নিয়ম ছিল। কিন্তু শেষ আটে ওই বাধা নেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭